রামপুরায় চালককে গুলি করে হত্যার পর প্রাইভেটকার ছিনতাই
স্টাফ রিপোর্টার : রাজধানীর রামপুরার বনশ্রীতে ফারুক হোসেন নামে এক চালককে গুলি করে হত্যার পর প্রাইভেটকার ছিনতাই করেছেন দুর্বৃত্তরা।
বনশ্রী বড় মসজিদের সামনে রোববার দিবাগত রাত ৩টার দিকে ঘটনাটি ঘটে।
রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন জানান, মালিকের কাছে প্রাইভেটকার পৌঁছানোর জন্য সেটি চালিয়ে যাচ্ছিল ফারুক। ঘটনাস্থলে অপর একটি প্রাইভেটকারে আসা ৪/৫ জন ফারুকের গতিরোধ করেন। এরপর তার হাতে হ্যান্ডকাপ পরিয়ে ছিনতাইকারীরা গলায় গুলি করে। ঘটনাস্থলেই ফারুকের মৃত্যু হয়।











