বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ধাড়ি ইঁদুর ও ব্যাচারা নিশি!

45491_fu3বিনোদন প্রতিবেদক :নিশি হাঁপাতে হাঁপাতে বয়ফ্রেন্ড শাকিলের কাছে এসেছে।
নিশি: আমার সর্বনাশ হয়ে গেছে। ভয়ে বুক ধুকপুক করছে!
শাকিল: কেন? কি হয়েছে?
নিশি: আমার ঘরে একটা বড় ইঁদুর ঢুকেছে।
শাকিল: তাতে কী হয়েছে? একটা ইঁদুর ধরার ফাঁদ পেতে রাখো।
নিশি: আমার কাছে ফাঁদ নেই।
শাকিল: একটা ফাঁদ কিনে নাও।
নিশি: আমার কাছে টাকা নেই।
শাকিল: ঠিক আছে আমারটা নিয়ে যাও। পাউরুটিতে মাখন লাগিয়ে ফাঁদের ভেতর রাখবে-সুড়সুড় করে ইঁদুর এসে ঢুকবে।
নিশি: আমাদের বাসায় মাখন নেই।
শাকিল: তাহলে পাউরুটিতে মধু লাগিয়ে ফাঁদের ভেতর রাখো।
নিশি: আমাদের বাসায় মধু নেই।
শাকিল: তাহলে রুটিতে সামান্য সর্ষের তেল লাগিয়ে ফাঁদের ভেতর রাখো।
নিশি: আমাদের বাসায় সর্ষের তেল নেই।
শাকিল: নো প্রবলেম। শুধু পাউরুটিতেই চলবে। একটু পাউরুটি ফাঁদের ভেতর রেখে দাও।
নিশি: আমাদের বাসায় পাউরুটিও নেই।
শাকিল: তো ইঁদুরটা তোমাদের বাসায় ঢুকেছে কি কাজে?