বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিদ্যুৎ উন্নয়নে বাংলাদেশে অর্থায়ন করবে স্পেন-আশুগঞ্জে স্পেন রাষ্ট্রদূত

power plant====নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে অবস্থিত স্পেনের রাষ্ট্রদূত লুইস তেখাদা সাখন বলেন, বাংলাদেশের উন্নয়নের জন্য বিদ্যুত খাত অনেক গুরুত্বপূর্ণ। এ দেশের অর্থনীতি বিদ্যুত খাতের উপর অনেকটা নির্ভরশীল। গত ২৬ বছর ধরে বাংলাদেশ প্রায় ৬৫ শতাংশ বিদ্যুৎ উৎপাদন করে আসছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে বাংলাদেশসহ স্পেন সরকার এ খাতের উপর অর্থায়ন করছে এবং ভবিষ্যতেও করবে। তিনি আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে নির্মাণাধীন ৪৫০ মেগাওয়াট  ক্ষমতা সম্পন্ন প্রকল্প পরিদর্শনে এসে এসব কথা বলেন। 
এসময় তার সাথে ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক (সার্বিক) আজাদ ছাল্লাল, আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থপনা পরিচালক নুরুল আলম, নির্মাণধীণ ৪৫০ মেগা ওয়াট বিদ্যুৎ প্রকল্পের (দক্ষিণ) পরিচালক আব্দুস সামাদ, টিএসকে এর সাইট ম্যানেজার রোবেন ডারিও রোমারিও ফার্নান্দেজ উপস্থিত ছিলেন।  
উল্লেখ্য যে, আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে নির্মাণাধীন ৪৫০ মেগা ওয়াট ক্ষমতা সম্পন্ন প্রকল্পটি স্পেন, সুইডেন ও বাংলাদেশের অর্থায়নে নির্মিত হচ্ছে ।