শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

আ’লীগের কোনো ষড়যন্ত্রই সফল হবে না : মির্জা ফখরুল

news-image

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ বারবার বিএনপিকে ধ্বংসের চেষ্টা চালিয়েছে। কিন্তু কোনো ষড়যন্ত্রই শেষ পর্যন্ত সফল হয়নি, সফল হবেও না। খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি টিকে আছে, টিকে থাকবে।

সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত সাংগঠনিক সভায় তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, ‘জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি এবং থাকব। এখানে হতাশার কোনো সুযোগ নেই- সূর্য উঠবেই’।

তিনি বলেন, ‘আমাদের লড়াই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে। এই সরকার একটি দানবে পরিণত হয়েছে। দানবীয় সরকার ফ্যাসিজম প্রতিষ্ঠা করেছে। এই ফ্যাসিবাদের পতন ছাড়া বিকল্প নেই’।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে তড়িঘড়ি করে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রায়ের দিন নির্ধারণ করা হয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যে খালেদা জিয়াকে সরাতে ‘মিথ্যা মামলা’ দিয়েছে এ সরকার। তারা ভেবেছে- খালেদাকে দূরে রাখতে পারলে তাদের মাঠ পরিষ্কার। তাই তারা একটা ‘মিথ্যা মামলা’য় খালেদা জিয়াকে সাজা দিতে চায়। এখনও মামলায় আইনজীবীদের যুক্তিতর্ক বাকি আছে। যুক্তিতর্ক বাকি থাকা সত্ত্বেও তড়িঘড়ি করে মামলার রায়ের দিন দেয়া হয়েছে। এসব করে খালেদাকে কোনোভাবেই পরাজিত করা যাবে না’।

‘আমরা বারবার বলছি- মাঠ সমান করো, সংসদ ভেঙে দাও, মানুষের ভোটের অধিকার নিশ্চিত করো। তা হলে দেখা যাবে- জনগণ গণেশ উল্টিয়ে দেবে। জনগণ যাদের সঙ্গে থাকে, তাদের কোনো ভয় নেই,’ বলেন বিএনপি মহাসচিব।

এ জাতীয় আরও খবর

হিট স্ট্রোকের সহজ ঘরোয়া প্রতিকার

মেয়েকে প্রকাশ্যে আনলেন রাজ-শুভশ্রী

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে মুখ খুললেন তামান্না

গাজায় তিন জিম্মির মরদেহ উদ্ধার ইসরায়েলের

মার্কিন প্রতিনিধির বসাকে সমস্যার সমাধান মনে করা সরকারের ভুল ধারণা : মঈন খান

চট্টগ্রামে লরি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, শিশুসহ পথচারী নিখোঁজ

ইসরায়েলকে গাজায় অভিযানের ‘অজুহাত’ দিয়েছে হামাস : মাহমুদ আব্বাস

ডায়াবেটিস থেকে ত্বকের সমস্যা

বিএনপির সময় ঋণখেলাপি সবচেয়ে বেশি ছিল: আইনমন্ত্রী

১০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য

ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নেওয়া ৩২ রোহিঙ্গা আটক

৪ বিভাগে আরও ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট