বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন শুরু

Ashugonj_fartilizerগ্যাস সংকটসহ বিভিন্ন কারণে দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পর আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে। তবে গ্যাসের চাপ কম থাকায় উৎপাদন ঝুঁকিতে রয়েছে। রোববার দুপুর থেকে সার উৎপাদন শুরু হয়। এদিকে, ছয় মাস কারখানা বন্ধ থাকায় কমপক্ষে তিনশ’ কোটি টাকা মূল্যের দুই লাখ ২৫ হাজার মেট্রিক টন ইউরিয়া উৎপাদন ব্যাহত হয়েছে। ফলে চলতি বছর বিসিআইসির প্রস্তাবিত লক্ষ্যমাত্রা পুনর্নির্ধারণ প্রয়োজন হতে পারে বলে জানান কারখানা কর্তৃপক্ষ। 

কারখানা সূত্রে জানা যায়, গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ কেন্দ্রে অধিক মাত্রায় গ্যাস সরবরাহের জন্য শিল্প মন্ত্রণালয়ের নির্দেশে গত ১৭ মার্চ আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। ফলে সার উৎপাদন বন্ধ থাকে।

১ সেপ্টেম্বর কারখানায় গ্যাস সরবরাহ দেওয়া হলে ৩ সেপ্টেম্বর (বুধবার) বয়লার ইউনিটের সুপার হিটার ফেটে গিয়ে কারখানার উৎপাদন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। পরে চীনা বিশেষজ্ঞদের সহায়তায় এর মেরামত শেষে রোববার দুপুর থেকে ইউরিয়া সার উ‍ৎপাদন শুরু হয়।

কারখানার মহাব্যবস্থাপক (উৎপাদন) প্রকৌশলী ওমর খৈয়াম  এ তথ্য নিশ্চিত করেছেন।