বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শি জিনপিংয়ের ভারত সফর : চীন-ভারত সম্পর্কে মোদির নতুন পর্ব

modi

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তিনদিনের সফরে আজ ভারতে আসছেন। চীনের সঙ্গে দ্বিপাক্ষিক জটিলতা থাকলেও সম্পর্কে একটা ভারসাম্য রাখার চেষ্টা হচ্ছে। কৌশলগত কূটনীতি যাই হোক, অ্যাজেন্ডার শীর্ষে থাকছে অর্থনীতি। চীনের প্রেসিডন্ট শি জিনপিং প্রথমে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটের রাজধানী আহমেদাবাদে। তিনি আসছেন প্রধানমন্ত্রী হিসেবে মোদির প্রথম জন্মদিনে, অর্থাৎ ১৭ সেপ্টেম্বরে। সেখানে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন মোদি স্বয়ং। সঙ্গে আসছেন চীনের শীর্ষ স্থানীয় কূটনৈতিক ও বিদেশনীতি বিশেষজ্ঞ এবং অর্থনৈতিক কর্তা-ব্যক্তিরা। বেজিং ছাড়ার আগে চীন সরকারের তরফে বলা হয়েছে প্রেসিডেন্টের ভারত সফর বিশ্বকে দেবে এক ইতিবাচক বার্তা। দু’দেশের সহযোগিতা দ্বিপাক্ষিক উন্নয়নেই সহায়ক হবে না, গোটা এশিয়া তাতে উপকৃত হবে।

এশিয়ার দুটি শক্তিশালী দেশের শীর্ষ বৈঠক যাতে সফল হয়, তার জন্য উভয় দেশ সচেষ্ট। পাশাপাশি এটাও স্পষ্ট করে দেয়া হয়েছে ভারতের তরফে যে, অর্থনৈতিক বিষয় আলোচনার শীর্ষে থাকলেও সীমান্ত সমস্যা, ভারতের সীমান্তে চীনা অনুপ্রবেশের মতো কৌশলগত ইস্যুগুলোও বৈঠকে উঠবে। পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ স্মরণ করিয়ে দিয়েছেন, ভারত যেমন ‘এক ও অখণ্ড’ চীন নীতিতে বিশ্বাসী, তেমনি চীনকেও মনে রাখতে হবে ভারতের অখণ্ডতা। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় অরুণাচল প্রদেশ ভারতের এমন একটি অঙ্গরাজ্য যার, চূড়ান্ত ভৌগোলিক সীমা চিহ্নিতকরণ আজও অমীমাংসিত। এটাই ভারত-চীনের সম্পর্কোন্নয়নের বড় কাঁটা হয়ে আছে। এছাড়া অরুণাচল ও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জন্য চীনের ‘স্টেপল’ ভিসা, দক্ষিণ চীন সাগরে চীনের অতি সক্রিয়তার প্রসঙ্গ আলোচনায় উঠতে পারে।