বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কসবা অফিসার্স ক্লাবের বিদায়ী অনুষ্ঠান

B Baria Mapশেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কয়েকজন কর্মকর্তার সম্প্রতি বদলীর আদেশ জারি করা হয়েছে। তাঁরা বর্তমান কর্মস্থল কসবা হতে প্রস্থান করে দেশের বিভিন্ন জেলা উপজেলায় যোগদান করবেন। এ উপলক্ষে অফিসার্স ক্লাব সভাপতি উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শরীফুল ইসলামের পরিচালনায় গত রবিবার ২৪ আগস্ট সন্ধ্যা ৭টায় কসবা অফিসার্স ক্লাবের উদ্যোগে বদলীকৃত অফিসারগণের সম্মানে ফেয়ার ওয়েল অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাঁরা হলেন; উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান, উপজেলা কৃষি অফিসার সুরজিত চন্দ্র দত্ত; উপজেলা সমবায় অফিসার মো. ওমর ফারুক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার ভূপতি রঞ্জন সুত্রধর ও কাননগো বসন্ত কুমার চাকমা। 
বিদায়ী কর্মকর্তাদের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বর্তমানে কর্মরত অফিসার ও অফিসার্স ক্লাবের অন্যান্য সদস্যগণের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিক্যাল অফিসার ডা. গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাকসুদুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মোস্তাফা মাহমুদ সারোয়ার, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. সফিকুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ অফিসার কামাল বাশার, কসবা টি আলী ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আবুল কালাম আযাদ, উপজেলা আনসার ভিডিপি অফিসার মি. শহীদ প্রমুখ বক্তব্য রাখেন। 
বিদায়ী কর্মকর্তাগণ চাকুরীকালীন সমস্যা-সংকট কাটিয়ে কর্মস্থলে সুনামের সহিত অতিবাহিত করায় মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করে স্মৃতিময় সময়ের আলোকপাত করে বক্তব্য দেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কলেজ মাদরাসার অধ্যাপকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে বিদায়ী অতিথিদের হাতে উপহার সামগ্রী তুলে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

এ জাতীয় আরও খবর

সালমান খানের বাড়িতে হামলায় অভিযুক্ত তরুণের আত্মহত্যা

দাবদাহে তিস্তাপাড়ে সেচের আশীর্বাদ হিমালয়ের বরফগলা পানি

বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ

দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার

যেসব অভিযোগে মামলা হবে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে

মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অজস্র অভিযোগ: হারুন

বিলাসিতা ছেড়ে শ্রমিকদের কল্যাণে বিশেষ নজর দিন; শিল্প মালিকদের প্রধানমন্ত্রী

সব মানুষ বলছে সরকার অধিকার হরণ করছে: ফখরুল

বিএনপি কর্মীরা ক্লান্ত, নেতারা হতাশ: ওবায়দুল কাদের

হাসপাতালে খালেদা জিয়া

কাল থেকে কমতে পারে তাপমাত্রা, শুরু হবে বৃষ্টি

মিল্টন সমাদ্দার গ্রেপ্তার