বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কোন ফেরেস্তা কোন কাজে নিয়োজিত

FARESTAডেস্ক রির্পোট : কাজ অনুযায়ী কয়েকজন ফেরেস্তা নাম জেনে নেই ও শেয়ার করে সবাইকে জানাই ১। জিবরাঈল (আঃ) :- হিদায়াত অবতরনের দায়িত্ব পালন করেন। ২। মীকাঈল (আঃ) :- জীবিকা প্রদানের দায়িত্ব পালন করেন। ৩। ঈসরাফীল (আঃ) :- সাহায্য, দান ও প্রতিদানের দায়িত্ব পালন করেন এবং সিঙ্গা ফুৎ‍কারের দায়িত্বে নিয়োজিত আছেন। ৪। মালাকুল মওত (আঃ) :- প্রাণ হরণের দায়িত্বে নিয়োজিত আছেন। মালাকুল মওতের কোন নাম কুরআন ও সহীহ্ হাদীসে উল্লাখ না থাকায় আমরা তাঁকে মালাকুল মওত (আঃ) বলেই অভিহিত করে থাকি। ৫। রিদওয়ান : উনি জান্নাতের দায়িত্বে নিয়োজিত। ৬। মালিক :- উনি জাহান্নামের দায়িত্বে নিয়োজিত। ৭। মুনকার ও নাকীর :- এই দু’জন ফেরেস্তা কবরে সওয়াল তথা প্রশ্ন করার কাজে নিয়োজিত আছেন। ——-তাহসিন আহমাদ তথ্যসূত্রঃ- আল্লামা ইবনু কাসীর রচিত “আল বিদায়া ওয়ান নিহায়া” এর প্রথম খন্ড, “ফিরিশতা সৃষ্টি ও তাঁদের গুণাবলী” অধ্যায়

এ জাতীয় আরও খবর