বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ঈদ জামাতে ইমামতি নিয়ে সংঘর্ষ

images

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ঈদের জামাতে ইমাম নিয়োগে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে শতাধিক মুসল্লি আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার চানপুর হাফিজিয়া মাদ্রাসার ঈদগাহ মাঠে এই সংঘর্ষ বাধে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

এসময় গুরুতর আহত ৩২ জনকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। সাড়ে ১১টা থেকে প্রায় দেড় ঘণ্টার সংঘর্ষে কয়েকটি দোকান ভাংচুর ও টাকা লুটের অভিযোগ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

সংঘর্ষে আহত চানপুর গ্রামের বাসিন্দা মো. হাদিস মিয়া (৫৫) জানান, চানপুর হাফিজিয়া মাদ্রাসার ঈদগাহ মাঠে ঈদ জামাতের ইমাম নিয়োগ নিয়ে মধ্যপাড়ার বাসিন্দারা একজন ইমাম নিয়োগ দিয়েছিলেন। এসময় পশ্চিমপাড়ার বাসিন্দারা হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ও স্থানীয় মসজিদের ইমাম মোহাম্মদ ওমর ফারুককে ঈদ জামাতে ইমাম নিয়োগের দাবি জানান। এক পর্যায়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে তর্ক শুরু হয়।

পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা মো. রতন মিয়া (৩৫) জানান, এলাকার প্রাক্তন ইউপি সদস্য মোহাম্মদ আলী দুইজন ইমামকে নিয়ে ঈদগাহ মাঠে হাজির হন। এদের মধ্যে একজনকে নামাজে ইমামতি ও অপরজনকে খুতবা পরিচালনার কথা বলেন তিনি। ঈদগাহে যাওয়ার পর দুই পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে ঈদগাহ মাঠের বেড়া ভেঙ্গে বাঁশ নিয়ে সংঘর্ষ শুরু করে তারা। এসময় ইট-পাথর দিয়েও ঢিল ছুঁড়ে তারা।

মধ্যপাড়া গ্রামের বাসিন্দা আহাম্মদ আলী (৭০) অভিযোগ করেন, নিজস্ব ইমাম থাকা সত্বেও প্রতিবছর পূর্বপাড়া গ্রামের লোকজন নিজেদের খেয়াল খুশি মতো বাহির থেকে ইমাম এনে নামাজ পরিচালনা করে। এর প্রতিবাদ করায় তারা আমাদেরকে মারধর করে। বাড়িঘর ও দোকানপাট হামলা চালিয়ে লুটপাট করেছে তারা।

নান্দাইল মডেল থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ফরাজী বলেন, ঈদ জামাতে ইমাম নিয়োগে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বাধে যায়। এখনও কোনোপক্ষ থানায় অভিযোগ করেনি।

এ জাতীয় আরও খবর

‘কনভিকশন ওয়ারেন্ট’ যাবে ইন্টারপোলে

কারাগারে ডিভিশন-১ এর সুবিধা পাবেন না রাজসাক্ষী মামুন

রাতভর ডিবি হেফাজতে কী ঘটেছিল, জানালেন সাংবাদিক সোহেল

‘ম্যাচটি যদি আপনার সঙ্গে খেলতে পারতাম’

সৌদি যুবরাজের কোনো দোষ নেই

ট্রাম্পের নৈশভোজে ইলন মাস্ক ও রোনালদো

নির্বাচন শান্তিপূর্ণ করতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন

‘এই জয় প্রতিটি বাংলাদেশিকে গর্বিত করেছে’

সুষ্ঠু নির্বাচন আয়োজনে দলগুলোও জাতির কাছে ওয়াদাবদ্ধ: সিইসি

সাংবাদিক মিজানুর ইস্যুতে আমার কোনো সংশ্লিষ্টতা নেই: ফয়েজ আহমদ তৈয়্যব

বিজয় দিবসে এবারও প্যারেড হচ্ছে না, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ইসির চূড়ান্ত নিবন্ধন পেল এনসিপি