বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আখাউড়ায় সিএনজি চালিত অটোরিক্সা পরিবহন শ্রমিকের মধ্যে সংঘর্ষে

Selaurব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কমিটি গঠনের জের ধরে দু’দল পরিবহন শ্রমিকের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সকালে উপজেলার মোগড়া এলাকায়।
এলাকাবাসী জানায়,সম্প্রতি মোগড়া সিএনজি চালিত অটোরিক্সা স্ট্যান্ডের শ্রমিকদের নতুন কমিটি গঠন হয়। জেলা থেকে নতুন এই কমিটির অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটি গঠনের বিষয়টি মেনে নিতে পারেন নি আগের কমিটির লোকজন। এ নিয়ে দু’দলের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
গতকাল শুক্রবার সকালে দু’দলের শ্রমিকরা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ ব্যাপারে অটোরিক্সা স্ট্যান্ড শ্রমিক কমিটির সভাপতি মোঃ বিল্লাল হোসেন জানান, আগের কমিটি শ্রমিক কল্যাণ ফান্ডে কোনো টাকা জমা দেয়নি। এ অবস্থায় জেলা থেকে নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। কিন্তু পুরাতন কমিটির লোকজন এতে ক্ষিপ্ত হয়ে হামলা চালায়।
আহতদের মধ্যে নাজির হোসেন, ইয়াছিন মিয়া ও আলী হোসেনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন।
এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাম্মাদ হোসেন বলেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে।