বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাশিয়ার পাল্টা মহড়া শুরু

russiaরাশিয়ার সীমান্তে পশ্চিমা সামরিক জোটের যুদ্ধ মহড়া শুরুর পরপরই পাল্টা মহড়া শুরু করেছে মস্কো। এ ঘটনার মধ্য দিয়ে ন্যাটো ও রাশিয়ার মধ্যে সামরিক উত্তেজনা আরো অনেক বেড়ে গেল বলে মনে করেন বিশ্লেষকরা।

 রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আজকের মহড়ায় রাশিয়ার কৃষ্ণ সাগরের নৌবহর, বিমানবাহিনী ও প্যারাট্রুপাররা অংশ নেন।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, ইউরোপে আন্তর্জাতিক মহড়া শুরুর কারণেই তারা সামরিক মহড়া  শুরু করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, লাটভিয়াতে ন্যাটোর যে পরিমাণ সেনা ও সামরিক যান মহড়ায় অংশ নিচ্ছে প্রায় ততো সেনা ও সামরিক সরঞ্জামাদি নিয়ে রাশিয়া মহড়া চালাচ্ছে।

ন্যাটোর মহড়া শুরুর পরপরই রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছিলেন, তার দেশের সীমান্তের কাছে কোনো ধরনের সেনা সমাবেশ ঘটানো হলে তাকে উস্কানি বলে ধরে নেয়া হবে এবং এর জবাব দেয়া হবে। এরপর রাশিয়া সামরিক মহড়া শুরু করলো।   -আইআইআইবি