বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যে নামাজ ত্যাগ করবে, সে নিশ্চয় কাফের হয়ে যাবে

namaz14আরবি হাদিস

وَعَنْ بُرَيْدَةَ رضي الله عنه عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم، قَالَ: «اَلعَهْدُ الَّذِي بَيْنَنَا وَبَيْنَهُمْ الصَّلاَةُ، فَمَنْ تَرَكَهَا فَقَدْ كَفَرَ». رواه التِّرمِذِيُّ، وَقَالَ: حَدِيثٌ حَسَنٌ صحيح

বাংলা অনুবাদ

বুরাইদাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে চুক্তি আমাদের ও তাদের (কাফের/মুনাফিকদের) মধ্যে বিদ্যমান, তা হচ্ছে নামাজ (পড়া)। অতএব যে নামাজ ত্যাগ করবে, সে নিশ্চয় কাফের হয়ে যাবে।”

[তিরমিযি ২৬২১, নাসায়ি ৪৬৩, ইবন মাজাহ ১০৭৯, আহমদ ২২৪২৮, ২২৭৯৮]