বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর তালিকায় শেখ হাসিনা

Sheik Hasinaডেস্ক রির্পোট : বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর তালিকা প্রকাশ করেছে সুপরিচিত ফোর্বস ম্যাগাজিন। এ তালিকায় রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে শীর্ষ অর্থাৎ এক নম্বর আসন দখল করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল। যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন রয়েছেন ৬ নম্বরে। তার থেকে আরও একধাপ নিচে স্থান পেয়েছেন ফার্স্টলেডি মিশেল ওবামা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন ৪৭ নম্বর অবস্থানে। গতকাল এ তালিকা প্রকাশ করে ফোর্বস ম্যাগাজিন। এতে শেখ হাসিনা সম্পর্কে বলা হয়, জানুয়ারির নিম্নমাত্রার ভোট ও সহিংস নির্বাচনের পর টানা দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। তার বিজয়কে ‘নির্বাচনী প্রতারণা’ বলে আখ্যায়িত করা হয়েছে। ২০১৩ সালে রাজনৈতিক সহিংসতার কারণে কমপক্ষে ৫০০ মানুষ নিহত হয়েছেন। জাতিসংঘের আপত্তি সত্ত্বেও গত বছর ডিসেম্বরে তার সরকার ফাঁসি কার্যকর করে আবদুল কাদের মোল্লার। পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় যে নৃশংসতা ঘটেছিল তার দায়ে অভিযুক্ত করা হয় তাকে। ১৯৮১ সাল থেকে শেখ হাসিনা ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতৃত্বে রয়েছেন। তার পিতা শেখ মুজিবুর রহমান ছিলেন দেশের প্রথম প্রেসিডেন্ট। তাকে হত্যা করা হয় ১৯৭৫ সালে। ১৬ কোটি ৬০ লাখ মানুষের এ দেশটি জনসংখ্যার বিচারে বিশ্বের নবম সর্ববৃহৎ দেশ। এখানে শতকরা প্রায় ৯০ ভাগ মানুষ মুসলমান। ওই তালিকায় মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সুচির অবস্থান শেখ হাসিনারও নিচে, ৬১ নম্বরে। তবে তালিকায় নাম নেই ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর। তালিকায় পর্যায়ক্রমে প্রথম শীর্ষ ১০ নারী হলেন- অ্যাঙ্গেলা মারকেল, জ্যানেট ইলেন, মেলিন্ডা গেটস, দিলমা রুশেফ, ক্রিস্টাইন লগার্ড, হিলারি ক্লিনটন, মেরি বারা, মিশেল ওবামা, শেরিল স্যান্ডবার্গ ও ভার্জিনিয়া রোমেত্তি। 

এ জাতীয় আরও খবর

সালমান খানের বাড়িতে হামলায় অভিযুক্ত তরুণের আত্মহত্যা

দাবদাহে তিস্তাপাড়ে সেচের আশীর্বাদ হিমালয়ের বরফগলা পানি

বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ

দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার

যেসব অভিযোগে মামলা হবে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে

মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অজস্র অভিযোগ: হারুন

বিলাসিতা ছেড়ে শ্রমিকদের কল্যাণে বিশেষ নজর দিন; শিল্প মালিকদের প্রধানমন্ত্রী

সব মানুষ বলছে সরকার অধিকার হরণ করছে: ফখরুল

বিএনপি কর্মীরা ক্লান্ত, নেতারা হতাশ: ওবায়দুল কাদের

হাসপাতালে খালেদা জিয়া

কাল থেকে কমতে পারে তাপমাত্রা, শুরু হবে বৃষ্টি

মিল্টন সমাদ্দার গ্রেপ্তার