শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ইংল্যান্ডকে হারাতে আত্মবিশ্বাসী সাকিব

photo-1472746347স্পোর্টস ডেস্ক : দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। তার আগে তিনটি ওয়ানডে খেলতে আসবে আফগানিস্তান। দুই দলের বিপক্ষেই সাফল্যপ্রত্যাশী বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ঘরের মাঠে ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে হারানো সম্ভব বলে মনে করেন তিনি।

বৃহস্পতিবার রানার মোটরসাইকেলের আয়োজনে ফেসবুক লাইভে সাকিব বলেন, ‘আমি অবশ্যই বিশ্বাস করি ইংল্যান্ডকে আমরা হারাতে পারব। সেই সামর্থ্য আমাদের আছে। এর আগে আমাদের আরো তিনটি ওয়ানডে ম্যাচ আছে আফগানিস্তানের বিপক্ষে। সেখানেও আমাদের ভালো করতে হবে। অবশ্য গত এক-দেড় বছর ধরে আমরা ভালো ক্রিকেট খেলেছি। সে ধারাবাহিকতায় এবারো ভালো খেলব বলে আমার বিশ্বাস।’

আফগানিস্তানকে খাটো করে দেখা ঠিক হবে না বলেও মনে করেন তিনি, ‘আফগানিস্তান সীমিত ওভারের ক্রিকেটে খুবই ভালো একটি দল। তাদের বোলিং লাইন খুবই শক্তিশালী। তাদের বেশ কিছু ভালো ব্যাটসম্যানও আছে। তা ছাড়া তারা অনেকদিন ধরে একটা দল হিসেবে খেলছে, তাই তাদের মধ্যে বোঝাপড়া অনেক বেশি। তাই তাদের বিপক্ষে অবশ্যই আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে।’

অনেকদিন ধরেই শতক নেই বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের। এই সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি তো প্রতি ম্যাচেই আশা করি শতক পাব। তবে আমি জানি আমাকে আরো অনেক ভালো ক্রিকেট খেলতে হবে। আরো ভালো প্রস্তুতি নিতে হবে।’

সিপিএলের অভিজ্ঞতা নিয়ে সাকিব বলেন, ‘সিপিএলের অভিজ্ঞতা খুবই ভালো ছিল। সেখানে ভালো সময় কেটেছে আমার। দল হিসেবে আমরা খুবই ভালো খেলেছি। ব্যক্তিগতভাবে নিজের পারফরম্যান্সেও আমি সন্তুষ্ট।’

ক্যারিয়ারের প্রথম ম্যাচের অনুভূতির কথা বর্ণনা করতে গিয়ে সাকিব বলেন, ‘প্রথম ওয়ানডেতে যখন আমি বোলিং করেছিলাম, খুব একটা নার্ভাস লাগেনি। তবে ব্যাটিং করার সময় খুবই নার্ভাস লেগেছিল। অবশ্য এখনো প্রতি ম্যাচেই আমার কাছে নার্ভাস লাগে, তবে সেটা আগের মতো নয়।’

এ জাতীয় আরও খবর

হিট স্ট্রোকের সহজ ঘরোয়া প্রতিকার

মেয়েকে প্রকাশ্যে আনলেন রাজ-শুভশ্রী

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে মুখ খুললেন তামান্না

গাজায় তিন জিম্মির মরদেহ উদ্ধার ইসরায়েলের

মার্কিন প্রতিনিধির বসাকে সমস্যার সমাধান মনে করা সরকারের ভুল ধারণা : মঈন খান

চট্টগ্রামে লরি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, শিশুসহ পথচারী নিখোঁজ

ইসরায়েলকে গাজায় অভিযানের ‘অজুহাত’ দিয়েছে হামাস : মাহমুদ আব্বাস

ডায়াবেটিস থেকে ত্বকের সমস্যা

বিএনপির সময় ঋণখেলাপি সবচেয়ে বেশি ছিল: আইনমন্ত্রী

১০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য

ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নেওয়া ৩২ রোহিঙ্গা আটক

৪ বিভাগে আরও ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট