বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সবচেয়ে জনপ্রিয় অ্যান্ড্রয়েড অ্যাপ

অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের মধ্যে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপ্লিকেশনটির নাম জি-মেইল। সম্প্রতি গুগলের অ্যাপ্লিকেশন স্টোর প্লে স্টোর থেকে ১০০ কোটিবার ডাউনলোডের মাইলফলক স্পর্শ করেছে গুগলের এই মেইল অ্যাপ্লিকেশনটি।

ইউনিক অ্যাকাউন্ট বা ইনস্টল সংখ্যা হিসাবে জি-মেইল অ্যাপটির রেকর্ড ডাউনলোড হয়েছে। তবে এই সংখ্যা মোবাইল ডিভাইসের সংখ্যা বা মোবাইল ব্যবহারকারীর সংখ্যা নয়। এর মধ্যে সক্রিয় ও ভুয়া অ্যাকাউন্টও থাকতে পারে।

২০১২ সালে গুগল জানিয়েছিল, তাদের মেইল সার্ভিস ব্যবহারকারীর সংখ্যা সাড়ে ৪২ কোটি। তবে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের দাবি, অ্যান্ড্রয়েড-নির্ভর পণ্যের জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় গুগলের মেইল সার্ভিসের জনপ্রিয়তাও বেড়েছে। ২০১৩ সালে জি-মেইল অ্যাপ্লিকেশন ডাউনলোড সংখ্যা ৫০ কোটি ছাড়িয়েছিল।

প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, এ বছরের জুন মাসে দুই বছরের মধ্যে শীর্ষ জনপ্রিয় মেইল সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে উঠে আসার বিষয়টি উদযাপন করবে গুগল। এ সময় নতুন নকশার জি-মেইলের ঘোষণাও দিতে পারে প্রতিষ্ঠানটি।