শুক্রবার, ৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ-ভারত সম্পর্কের বরফ গলছে না

news-image

নিজস্ব ও ক্রীড়া প্রতিবেদক : ভারতে হিন্দুত্ববাদীদের চাপের মুখে ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাদ দেওয়ার জেরে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কে নতুন টানাপড়েন দেখা দিয়েছে। শুধু তাই নয়। সময়ের সঙ্গে সঙ্গে উত্তেজনা আরও বাড়ছে। সামাজিক মাধ্যমে হু হু করে কমছে কেকেআরের ফলোয়ার সংখ্যা। এদিকে ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্মকর্তাদের অন্ধকারে রেখেই কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে খোদ ভারতীয় পত্রিকায়। অন্যদিকে যাকে নিয়ে এত আলোচনা-উত্তেজনা সেই মোস্তাফিজই নির্ভার। তার চোখ মাঠে; জয়ের দিকে মনোনিবেশ করেছেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছেÑ ভারতের মাটিতে গিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলবেন না। ভারত সর্বোচ্চ নিরাপত্তা দিতে চেয়েছে। তবু রাজি নয় বাংলাদেশ। এই টি-টোয়েন্টি বিশ্বকাপে সহযোগী আয়োজক শ্রীলংকা। বাংলাদেশ সেখানে বিশ্বকাপের ম্যাচ খেলতে চায় পাকিস্তানের মতো। কারণ পাকিস্তানও ভারতের মাটিতে ম্যাচ খেলতে চায় না নিরাপত্তা ইস্যুতে।

বাংলাদেশের পক্ষ থেকে গতকাল জানানো হয়েছে, ক্রিকেটাররা নিরাপত্তা পেলেই শুধু হবে না। এই বিশ্বকাপে সমর্থক, সাংবাদিক, স্পন্সর প্রতিষ্ঠান, ক্যামেরা পারসন, ব্যবসায়ীসহ আরও নানা পেশার মানুষ যাবেন। তাদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ। নিরাপত্তার বিষয়ে বাংলাদেশ একবিন্দু ছাড় দিতে নারাজ।

ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয় ক্রিকেট বোর্ড আইসিসিকে চাপ দেবে, যেন বাংলাদেশ বাধ্য হয়ে ভারতে খেলতে আসে। কারণ এক মাসেরও কম সময়ে নতুন করে শ্রীলংকায় ভেন্যু নির্ধারণ করা কঠিন। নতুন করে সূচি করতে হবে বিশ্বকাপের। নিরাপত্তামূলক ব্যবস্থা সরেজমিন পরখ করে তারপর বাংলাদেশ টিমকে ভারতে খেলতে যাওয়ার কথা বলতে পারে।

এদিকে ভারতের সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে, বিসিসিআইয়ের সদস্যদের মধ্যে আলোচনার মাধ্যমে মোস্তাফিজকে বাদের সিদ্ধান্ত নেওয়া হয়নি। এমনকি আইপিএলের গভর্নিং কাউন্সিলের সঙ্গেও এ বিষয়ে আলোচনা করা হয়নি। সংবাদমাধ্যমটি বলছে, মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিসিসিআইয়ের একদম শীর্ষ পর্যায় থেকে। আইপিএলের সঙ্গে সংশ্লিষ্ট বিসিসিআইয়ের শীর্ষ পর্যায়ের এক অফিশিয়াল ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে বলেন, আমরা মিডিয়া থেকে এটা (মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত) জেনেছি। কোনো আলোচনা হয়নি। আমাদের কাছ থেকে কোনো পরামর্শও নেওয়া হয়নি।

‘মাঠে চোখ, জয়ে মন’

গতকাল ফেসবুকে দেওয়া এক সংক্ষিপ্ত তাৎপর্যপূর্ণ স্ট্যাটাসে মোস্তাফিজ লিখেছেনÑ‘ঊুবং ড়হ ঃযব ভরবষফ, সরহফ ড়হ ঃযব রিহ!’ অর্থাৎ ‘মাঠে চোখ, জয়ে মন।’ ক্ষুদ্র এ বার্তায় সব প্রশ্নের উত্তর দিয়ে দিলেন তিনি। বাইরে যত কথাই হোক, নিজের মনোযোগ যে পুরোপুরি ক্রিকেটেই, সেটিই বোঝাতে চাইলেন মোস্তাফিজ।

মাত্র ৪৮ ঘণ্টায় ১০ লাখ ফলোয়ার হারাল কেকেআর

নেতিবাচক মন্তব্যে সয়লাব হয়ে উঠেছে কেকেআরের ফেসবুক পেজ। এ ছাড়া লাখ লাখ ফলোয়ারও হারাচ্ছে আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজিটি। সবশেষ ৪৮ ঘণ্টায় ১০ লাখ ফলোয়ার কমেছে কলকাতার। কলকাতার পেজে ফলোয়ার ছিল এক কোটি ৮০ লাখ। এখন সেই সংখ্যাটি এক কোটি ৭০ লাখে নেমে এসেছে।

জানা গেছে, গত ৩ জানুয়ারি আনুষ্ঠানিক এক বিবৃতির মাধ্যমে মোস্তাফিজের নাম বাদ দেয় কলকাতা। বাংলাদেশের এই পেসারকে বাদ দেওয়ার সেই পোস্টে এখন পর্যন্ত দুই লাখ তিন হাজার রি-অ্যাকশন পড়েছে। যার মধ্যে এক লাখ ৩৭ হাজারই অ্যাংরি। হা হা পড়েছে ৪০ হাজার। মন্তব্য করা হয়েছে ৬০ হাজারেরও বেশি। এগুলোর মধ্যে বেশির ভাগই বিসিসিআই, আইপিএল ও ভারতকে ঘিরে ক্ষোভ প্রকাশের।

শুরুটা বাংলাদেশ থেকে করা হয়নি : অর্থ উপদেষ্টা

ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার বিষয়টি রাজনৈতিক বিষয়ের ভেতরে চলে এসেছে। মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে, তার শুরুটা বাংলাদেশ থেকে করা হয়নি। তবে যেটা হয়েছে, তা দুঃখজনক। দুই দেশের কারও জন্যই এটা ভালো হয়নি। গতকাল মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এ কথা বলেন।

এ সময় সাংবাদিকরা অর্থ উপদেষ্টার কাছে জানতে চান, আপনি বলছিলেন ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চায় সরকার। কিন্তু আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হলো, এর প্রতিক্রিয়ায় বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ হলো। এ পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে কী ধরনের প্রভাব পড়তে পারে? অর্থ উপদেষ্টা বলেন, ‘আমাদের এখানে কোনো প্রভাব পড়েনি। ক্রয় কমিটির বৈঠকে স্পোর্টস নিয়ে একটা শব্দ উচ্চারিত হয়নি।’ কোনো প্রভাব পড়বে কি না? সাংবাদিকের এমন পাল্টা প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, ‘আমার দিক থেকে দেখছি না, অর্থনৈতিক ক্ষেত্রে যেটা দরকার এবং যৌক্তিক উপায়ে আমরা যে সিদ্ধান্ত নিচ্ছি, সেটা অর্থনীতির সঙ্গে আমাদের কেনাকাটার বিষয়ে কোনো প্রভাব পড়বে না।’

এটি শুধু অর্থ-বাণিজ্যের বিষয় নয়, পারস্পরিক সম্পর্কের বিষয় আছে।Ñ সাংবাদিকদের তরফে এমন মন্তব্যে অর্থ উপদেষ্টা বলেন, পারস্পরিক সম্পর্কের বিষয়ে আমি বলতে পারব না। পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, তাকে জিজ্ঞাসা করতে পারেন।’

 

এ জাতীয় আরও খবর

ঘানার পলাতক সাবেক অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার

রেমিট্যান্স দ্রুত নগদায়নের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

মোস্তাফিজ ইস্যুতে ক্রীড়া উপদেষ্টার সিদ্ধান্তের সাথে একমত পররাষ্ট্র মন্ত্রণালয়

হত্যা মামলায় কারাগারে গোপালগঞ্জের মুকসুদপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান শিমুল

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশের খসড়া তৈরি হচ্ছে: আসিফ নজরুল

২৯৫টি ওষুধ ‘অত্যাবশ্যকীয়’ তালিকায়, দাম নির্ধারণ করবে সরকার

পর্যটকবাহী জাহাজ আটলান্টিক ক্রুজে অগ্নিকাণ্ড, নিহত ১

রাজধানীতে গ্যাস সরবরাহ কম কেন, জানাল তিতাস

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

দেশে অস্থিতিশীল পরিস্থিতির অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল

জিয়াউল আহসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান

হাসনাতের আসনে নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল