‘নিঃস্ব’ দাবি করা শাহজাহান চৌধুরীর দুই কোটির সম্পদ
চট্টগ্রাম ব্যুরো
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীর সম্পদের পরিমাণ প্রায় দুই কোটির বেশি। নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা অনুযায়ী, তার একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ও এফডিআর রয়েছে। যদিও সম্প্রতি সাতকানিয়ার চরতী এলাকায় দেওয়া বক্তব্যে তিনি দাবি করেন, শাহজাহান চৌধুরীর নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, ব্যাংকে কোনো টাকা রাখেননি। এ ছাড়া নিজেকে নিঃস্ব ও অসহায় বলেও ঘোষণা দেন তিনি।
তবে নির্বাচনী হলফনামায় বলা হয়েছে, শাহজাহান চৌধুরীর নিজের নামে অস্থাবর সম্পদের পরিমাণ ১ কোটি ৯৫ লাখ টাকা এবং স্ত্রীর নামে রয়েছে ৪০ লাখ টাকা। সব মিলিয়ে অস্থাবর সম্পদের মোট পরিমাণ ২ কোটি ৩৫ লাখ টাকা। স্থাবর সম্পদ হিসেবে নিজের নামে থাকা কৃষি ও অকৃষি জমির বর্তমান বাজারমূল্য দেখানো হয়েছে পাঁচ লাখ টাকা। নগদ অর্থ হিসেবে তার নিজের কাছে রয়েছে ১ কোটি ৩৪ লাখ ৩৭ হাজার ২৫২ টাকা এবং স্ত্রীর নামে রয়েছে ২৮ লাখ ৭৫ হাজার টাকা। তিনটি ব্যাংক হিসাবে তার জমা আছে ৭ লাখ ৯৫ হাজার টাকার কিছু বেশি। এ ছাড়া সঞ্চয়পত্র, আমানত ও ক্রিপ্টোকারেন্সিতে তার বিনিয়োগ রয়েছে প্রায় ছয় লাখ টাকা।
পেশায় ব্যবসায়ী শাহজাহান চৌধুরীর শিক্ষাগত যোগ্যতা এলএলবি (অনার্স)। হলফনামা অনুযায়ী তার বার্ষিক আয়ের প্রধান উৎস কৃষি খাত, যেখান থেকে বছরে আয় আসে ৬ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা। ব্যবসা থেকে বার্ষিক আয় দেখানো হয়েছে ৯৬ হাজার ৫৯০ টাকা। এ ছাড়া চাকরি থেকে আয় ৩ লাখ ৬০ হাজার টাকা এবং নির্ভরশীলদের আয় হিসেবে দেখানো হয়েছে ৪ লাখ ৬০ হাজার টাকা।
সোনা ও মূল্যবান ধাতুর ক্ষেত্রে নিজের নামে অধিগ্রহণকালীন মূল্য দেখানো হয়েছে ২৫ হাজার টাকা এবং স্ত্রীর নামে ৪০ হাজার টাকা। ইলেকট্রনিক পণ্যের মূল্য দেখানো হয়েছে ৩৩ হাজার ১৭০ টাকা এবং আসবাবপত্রের মূল্য ৪০ হাজার টাকা।
হলফনামায় আরও উল্লেখ করা হয়, শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন সময়ে দায়ের হওয়া মোট ৮০টি মামলার তথ্য রয়েছে। এর মধ্যে ৭১টি মামলায় তিনি খালাস পেয়েছেন। বর্তমানে তার বিরুদ্ধে ৯টি মামলা বিচারাধীন রয়েছে।










