শুক্রবার, ৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

মোস্তাফিজের বিষয়টি মিডিয়ার মাধ্যমে জেনেছেন বিসিসিআইয়ে কর্মকর্তারা!

news-image

স্পোর্টস ডেস্ক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬ থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার ঘটনা যেন দুই দেশের ক্রিকেট সম্পর্কের এক নজিরবিহীন পরীক্ষার সূচনা করেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর নির্দেশে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) অভিজ্ঞ এই বাঁহাতি পেসারকে তাদের স্কোয়াড থেকে ছেড়ে দেয়। যা বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ক্ষুব্ধ করে তোলে। এরই মধ্যে বিসিবি তাদের দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলংকায় আয়োজনের চেষ্টা করছে। এ অবস্থায় নতুন করে জানা গেছে, মোস্তাফিজুরকে ছাড়ার সিদ্ধান্তটি নাকি বিসিসিআইয়ের কর্মকর্তাদের বা আইপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গেও পরামর্শ ছাড়াই নেওয়া হয়েছিল।

প্রতিবেদন অনুযায়ী, আইপিএল নিলামে গত মাসে ৯ কোটি ২০ লাখ রুপিতে কেনা মোস্তাফিজুরকে ছাড়ার সিদ্ধান্তটি বোর্ডের সর্বোচ্চ পর্যায়ে নেওয়া হয়। বিসিসিআই কিংবা আইপিএল গভর্নিং কাউন্সিলের সব সদস্য এই সিদ্ধান্ত গ্রহণের বৈঠকে উপস্থিত ছিলেন না বলেও দাবি করা হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে এক বিসিসিআই কর্মকর্তা বলেন, ‘আমরাও বিষয়টি মিডিয়ার মাধ্যমে জেনেছি। কোনো আলোচনা হয়নি। আমাদের পক্ষ থেকে কোনো মতামত বা প্রস্তাব নেওয়া হয়নি।’

শনিবার বিসিসিআই সেক্রেটারি দেবজিত সাইকিয়া আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে সর্বত্র যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার কারণে বিসিসিআই কেকেআরকে তাদের একজন খেলোয়াড়-বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দিতে নির্দেশ দিয়েছে।’

বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের পাল্টা প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশে আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করার ঘোষণা দেয়। এক বিবৃতিতে বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় জানায়, ‘এই পরিস্থিতির কারণে নির্দেশনা অনুযায়ী আইপিএলের সব ম্যাচ ও অনুষ্ঠান সম্প্রচার/টেলিকাস্ট বন্ধ রাখার অনুরোধ জানানো হচ্ছে।’

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কেও উত্তেজনা বেড়েছে। কয়েক সপ্তাহ আগে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যা ও আগুনে পুড়িয়ে মারার ঘটনার পর বাংলাদেশে একাধিক সংখ্যালঘু হিন্দুর ওপর হামলা ও হত্যার অভিযোগ ওঠে। এসব ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে কেকেআর এবং তাদের সহ-মালিক শাহরুখ খানকে লক্ষ্য করে সমালোচনা ও আক্রমণ শুরু হয়।

সব মিলিয়ে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত শুধু একটি ক্রিকেটীয় সিদ্ধান্ত নয়-বরং তা এখন দুই দেশের ক্রিকেট ও কূটনৈতিক সম্পর্কের বড় ইস্যুতে পরিণত হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ঘানার পলাতক সাবেক অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার

রেমিট্যান্স দ্রুত নগদায়নের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

মোস্তাফিজ ইস্যুতে ক্রীড়া উপদেষ্টার সিদ্ধান্তের সাথে একমত পররাষ্ট্র মন্ত্রণালয়

হত্যা মামলায় কারাগারে গোপালগঞ্জের মুকসুদপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান শিমুল

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশের খসড়া তৈরি হচ্ছে: আসিফ নজরুল

২৯৫টি ওষুধ ‘অত্যাবশ্যকীয়’ তালিকায়, দাম নির্ধারণ করবে সরকার

পর্যটকবাহী জাহাজ আটলান্টিক ক্রুজে অগ্নিকাণ্ড, নিহত ১

রাজধানীতে গ্যাস সরবরাহ কম কেন, জানাল তিতাস

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

দেশে অস্থিতিশীল পরিস্থিতির অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল

জিয়াউল আহসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান

হাসনাতের আসনে নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল