তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা
নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাম দলগুলোর জোট ‘গণতান্ত্রিক যুক্তফ্রন্টের’শীর্ষ নেতারা। সোমবার বেলা ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি,আইনশঙ্খলা- অর্থনৈতিক অবস্থা, আসন্ন সংসদ, উগ্রবাদের উত্থান, আসন্ন জাতীয় নির্বাচন প্রভতি বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে অংশ নেন সিপিবির সভাপতিমন্ডলীর সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম, সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ক্কাফী রতন, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, সহকারি সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, স্থায়ী কমিটির সদস্য মোস্তাক হোসেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সম্পাদক মন্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার ও বাসদ (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ২৯ নভেম্বর বাংলাদেশ জাসদকে নিয়ে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট গঠন করে ৯টি বাম প্রগতিশীল রাজনৈতিক দল।
বৈঠকের পরে বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, ‘ প্রধানত বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার সন্তান হিসাবে এবং পরিবার বর্গকে সমবেদনা জানাতে আমরা গেয়েছি। এর বাইরে রাজনৈতিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন নির্বাচন ইত্যাদি বিষয়েআলোচনা হয়েছে।
বজলুর রশীদ বলেন, তারেক রহমান আমাদের জানান যে, তিনি ২৫ ডিসেম্বর দেশে ফেরার পরেই তার বলেছেন, একাত্তরের মুক্তিযুদ্ধ হলো আমাদের ভিত্তি। মুক্তিযুদ্ধকে বাদ দিলে বাংলাদেশে র অস্তিত্ব থাকে না, কাজেই একাত্তরকে সমুন্নত রেখে ৯০ এর গণঅভ্যুত্থান এবং ২৪ এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন, আমরা তারেক রহমানকে বলেছি একাত্তর সালে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শক্তি বাংলাদেশের রাজনীতিতে প্রভাবশালী হয়ে ওঠতে না পারে তা প্রতিরোধ করতে হবে। বিএনপি চেয়ারম্যান আমাদের বলেছেন জনগণেই সেই সিদ্ধান্ত নিবে।
এর আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শ্রদ্ধা জানিয়ে শোক বইতে বাম গণতান্ত্রিক জোটের নেতারা স্বাক্ষর করেন।










