নবীনগরে খালেদা জিয়ার শোক সভায় নবীনগর বিএনপি ঐক্যবদ্ধ
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকসভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ৩ জানুয়ারি বিকালে উপজেলা বিএনপির উদ্যোগে নবীনগর মহিলা কলেজ প্রাঙ্গণে এই শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র সদ্য সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শোক সভা ও দোয়া মাহফিলকে কেন্দ্র করে নবীনগরের দ্বিধাবিভক্ত বিএনপির কেন্দ্রিয় ও উপজেলা নেতৃবৃন্দ একিভূত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া- ৫ নবীনগর আসনে বিএনপি’র দলীয় প্রতিক ধানের শীষের জন্য আর বিভক্তি রইল না। উপস্থিত সকলে ঐক্যবদ্ধভাবে এক সুরে ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করলেন।
উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া- ৫ নবীনগর আসনের বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মো. জসিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সহ-সভাপতি এডভোকেট আব্দুল্লা আল বাকী, কেন্দ্রিয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক কে এম মামুন অর রশিদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সদস্য এডভোকেট রাজিব আহসান চৌধুরী পাপ্পু, ঢাকা দক্ষিন কৃষক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসনাত রাজিব ভুইঁয়া, ব্যারিস্টার আশরাফ হোসেন, নবীনগর পৌর বিএনপি’র সভাপতি উবায়দুল হক লিটন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, নবীনগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. নাজমুল করিম, নবীনগর পৌর বিএনপি’র সাধারণ মো. মাসুদ রানা,সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, যুব বিষয়ক সম্পাদক মো. জাবেদুল ইসলাম জাবেদ, ডা. ইদ্রিস, নবীনগর উপজেলা যুব দল নেতা মঞ্জুরুল ইসলাম মজনু, নবীনগর পৌরসভার সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন সহ নবীনগর উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।










