রাজধানীর দক্ষিণখানে নারী পুলিশ সদস্যের ‘আত্মহত্যা’
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দক্ষিনখানে রাজিয়া সুলতানা মিম (২৮) নামে পুলিশের নায়েক গলায় ফাঁস লাগিয়ে ‘আত্মহত্যা’ করেছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে কসাইবাড়ি এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।
নিহত রাজিয়া সুলতানা মিম উত্তরা হেড কোয়াটার এপিবিএনএ কর্মরত ছিলেন। বর্তমানে দক্ষিনখান কসাইবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি শরীয়তপুর জাজিরা উপজেলার সিকদার কান্দি গ্রামের হাইওয়ে পুলিশ সদস্য রাজিব মিয়ার স্ত্রী। এবং বরিশাল উজিরপুর নয়াবাড়ি গ্রামের মো. নাসির উদ্দিন বাচ্চুর মেয়ে। ২০ মাস বয়সী এক কন্যা সন্তানের জননী ছিলেন।
নিহত রাজিয়া সুলতানা মিমের স্বামীর বন্ধু শামীম জানান, পারিবারিক কলহে সবার অগোচরে রাত সাড়ে দশটার দিকে বাসায় রুমের বেলকনিতে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রাত সোয়া ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ খান থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ আহামেদ। তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।










