শুক্রবার, ৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

৯৩ মামলার আসামি ছিলেন জামায়াত প্রার্থী, বছরে আয় ১৫ লাখ টাকা

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম খানের বিরুদ্ধে ৯৩টি মামলা দায়ের করা হয়েছিল। বিগত সরকারের আমলে ঢাকার বিভিন্ন থানা ও সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সন্ত্রাসবিরোধী আইন, নাশকতা এবং বিস্ফোরক আইনে এসব মামলা দায়ের করা হয়। বর্তমানে তিনি সবগুলো মামলা থেকে মুক্ত রয়েছেন। মওলানা রফিকুল ইসলাম খানের নির্বাচনী হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে।

হলফনামার তথ্যমতে, রফিকুল ইসলাম খানের বিরুদ্ধে ঢাকা ও সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায় মোট ৯৩টি মামলা দায়ের হয়। এর মধ্যে সর্বোচ্চ মামলা হয় ঢাকার পল্টন থানয় ৩২টি। এ ছাড়া উল্লাপাড়ায়, ১৪টি, মতিঝিল ১১, শাহবাগ ৮, রমনা, ৬ ও রামপুরায় ৫টি মামলা দায়ের হয়। বাকি মামলাগুলো ঢাকার অন্যান্য থানা ও আদালতে দায়ের করা হয়।

এসব মামলার মধ্যে ৫২টি মামলা প্রত্যাহার করে নেওয়া হয়েছে, ২৯টি মামলা থেকে অব্যাহতি এবং ১২টি মামলায় খালাস পেয়েছেন রফিকুল ইসলাম খান।

এদিকে হলফনামায় রফিকুল ইসলাম খানের স্থাবর ও অস্থাবর সম্পত্তির মূল্য ৯৩ লাখ ৩৪ হাজার ৮২৯ টাকা। এর মধ্যে অস্থাবর সম্পত্তি রয়েছে ৪৭ লাখ ৬৭ হাজার ৭৯ টাকা মূল্যের। নগদ অর্থ রয়েছে ৯ লাখ ৫৬ হাজার ৮১৫ টাকা, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে ৩৬ লাখ ৩০ হাজার ২৬৪ টাকা। স্বর্ণালংকার ২০ হাজার টাকা, আসবাবপত্র ৮০ হাজার ও ইলেকট্রনিক্স পণ্য ৮০ হাজার টাকা মূল্যের। স্থাবর সম্পদের মূল্য ৪৫ লাখ ৬৭ হাজার ৭৫০ টাকা।

রফিকুল ইসলাম খানের বার্ষিক মোট আয় ১৫ লাখ ১০ হাজার ৫০০ টাকা। এর মধ্যে স্থাবর সম্পত্তি থেকে ভাড়া আদায় বছরে ৩ লাখ ১০ হাজার ৫০০ এবং ব্যবসা থেকে আয় ১২ লাখ টাকা।

 

এ জাতীয় আরও খবর

ঘানার পলাতক সাবেক অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার

রেমিট্যান্স দ্রুত নগদায়নের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

মোস্তাফিজ ইস্যুতে ক্রীড়া উপদেষ্টার সিদ্ধান্তের সাথে একমত পররাষ্ট্র মন্ত্রণালয়

হত্যা মামলায় কারাগারে গোপালগঞ্জের মুকসুদপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান শিমুল

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশের খসড়া তৈরি হচ্ছে: আসিফ নজরুল

২৯৫টি ওষুধ ‘অত্যাবশ্যকীয়’ তালিকায়, দাম নির্ধারণ করবে সরকার

পর্যটকবাহী জাহাজ আটলান্টিক ক্রুজে অগ্নিকাণ্ড, নিহত ১

রাজধানীতে গ্যাস সরবরাহ কম কেন, জানাল তিতাস

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

দেশে অস্থিতিশীল পরিস্থিতির অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল

জিয়াউল আহসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান

হাসনাতের আসনে নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল