সোমবার, ২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

এত বিভেদ-সংকটে দেশ চলতে পারে না

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের জনগণের মধ্যে এত বিরোধ, বিভেদ ও সংকট নিয়ে কোনো দেশ চলতে পারে না; সরকারও কার্যকরভাবে দেশ পরিচালনা করতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় দৈনিক, ইলেক্ট্রনিক মিডিয়া ও অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও শীর্ষস্থানীয় সাংবাদিকরা। তাঁরা বলেন, ভবিষ্যতে যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে শুধু সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করলেই হবে না; সবচেয়ে বড় দায়িত্ব হবে একটি জাতীয় ঐক্য ও সমঝোতার পরিবেশ তৈরি করা। এত বিভক্ত সমাজ নিয়ে কোনো দেশ এগোতে পারে না; সরকারও কার্যকরভাবে দেশ পরিচালনা করতে পারে না।

গতকাল রবিবার রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে বিএনপির উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গণমাধ্যমের সম্পাদক, নির্বাহী সম্পাদক ও হেড অব নিউজসহ সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তাঁরা এই মন্তব্য করেন। সভার পর মধ্যহ্ন ভোজের আয়োজন করা হয় গণমাধ্যমের সম্পাদক-সাংবাদিকদের জন্য। অনুষ্ঠানে বিএনপি নেতাদের মধ্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদদু হোসেন আলমগীর পাভেল উপস্থিত ছিলেন।

এই অনুষ্ঠানে বক্তব্য দেন যায়যায়দিনের সম্পাদক শফিক রেহমান, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, নোয়াবের সভাপতি একে আজাদ, ইনকিলাবের সম্পাদক এএমএম বাহাউদ্দিন, যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার, কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, গণমাধ্যম ব্যক্তিত্ব কামাল আহমেদ, বনিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, ইউএনবির সম্পাদক মাহফুজুর রহমান, নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক

মাসুদুর রহমান খলিলী, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মনজুরুল ইসলাম, চ্যানেল টোয়েন্টিফোরের নির্বাহী পরিচালক জহিরুল আলম, যমুনা টিভির প্রধান নির্বাহী ফাহিম আহমেদ, বিবিসির জ্যেষ্ঠ প্রতিনিধি কাদির কল্লোল, এটিএন বাংলার পরিচালক (বার্তা) হাসান আহমেদ চৌধুরী কিরন, মিডিয়া ব্যক্তিত্ব কাজী জেসিন, আশরাফ কায়সার, আবদুর নূর তুষার, নিউজ টোয়েন্টিফোরের হেড অব নিউজ শরীফুল ইসলাম খান।

অনুষ্ঠানে সম্পাদক, নির্বাহী সম্পাদক ও বার্তা প্রধানদের মধ্যে আরও অংশ নেন নয়া দিগন্তের সালাহ উদ্দিন বাবর, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের শামসুল হক জাহিদ, দেশ রূপান্তরের কামাল উদ্দিন সবুজ, বাসসের চেয়ারম্যান আনোয়ার আলদীন, ব্যবস্থাপনা পরিচালন মাহবুব মোর্শেদ, দি সানের রেজাউল করিম লোটাস, সমকালের শাহেদ মোহাম্মদ আলী, আমার দেশের সৈয়দ আবদাল আহমেদ, খবরের কাগজের মোস্তফা কামাল, জনকণ্ঠের খোরশীদ আলম, প্রতিদিনের বাংলাদেশ মারুফ কামাল খান, নিউ এজের শহীদুজ্জামান, যুগান্তরের নির্বাহী সম্পাদক এনাম আবেদীন, আমাদের সময়ের নজরুল ইসলাম, বাংলা বাজারের রাশেদুল হক, বাংলা নিউজের তৌহিদুর রহমান মিঠু, ইটিভির আবদুস সালাম, ডিভিসির লোটন ইকরাম, বাংলা ভিশনের আবদুল হাই সিদ্দিকী, এসএ টিভির মাহমুদ আল ফয়সাল, এনটিভির ফখরুল ইসলাম কাঞ্চন, বৈশাখী টিভির জিয়াউল কবির সুমন, একাত্তর টিভির শফিক আহমেদ, ইন্ডিপেন্ডেন্টের মোস্তফা আকমল, মাছ রাঙ্গার রেজানুল হক রাজা, নাগরিক টিভির এরফানুল হক নাহিদ, জিটিভির গাউসুল আজম বিপু, এটিএন নিউজের শহীদুল আজম, দেশ টিভির মোহাম্মদ মহিউদ্দিন, এখন টিভির তুষার আবদুল্লাহ, স্টার নিউজের ওয়ালিউল মিরাজ, মোহনা টিভির এমএ মালেক, গ্রীন টিভির মাহমুদ হাসান, দীপ্ত টিভির এএম আকাশ, ঢাকা পোস্টের কামরুল ইসলাম. ঢাকা মেইলের হারুন জামিল, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী, সিনিয়র সাংবাদিক এমএ আজিজ, মহিউদ্দিন খান মোহন, জাহিদুর রহমান রনি, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ডিএমডি গিয়াস উদ্দিন রিমন, শীর্ষ নিউজের একরামুল হকসহ বিভিন্ন জাতীয় দৈনিক, অনলাইন নিউজ পোর্টাল ও সংবাদ সংস্থার প্রতিনিধিরা।

রাজনীতিকদের মধ্যে অংশ নেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বেগম সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান ইসমাইল জবিহ উল্লাহ, চেয়ারপারসনের উপদেষ্টা ডা. জিয়াউদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমীন, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় নেতা রশিদুজ্জামান মিল্লাত, আতিকুর রহমান রুমন, ব্যারিস্টার মীর হেলাল, মোর্শেদ হাসান খান, খালেদা জিয়া-তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এটিএম শামসুর ইসলাম প্রমুখ।

মতবিনিময়কালে গণমাধ্যমের সর্বাত্মক সহযোগিতা চান সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, যে অপশক্তির উত্থান সবাই এখানে আজকে বলেছেন, মতি ভাই (মতিউর রহমান) প্রকাশ্যে বলেছেন। সেই অপশক্তিরের উত্থানটা আমরা লক্ষ করেছি, বিশেষ করে ৫ আগস্টের পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত। সেটার একটা স্বরূপ, চেহারা এবং কর্ম গত কয়েক দিন আমরা লক্ষ করেছি, প্রকাশিত হয়েছে। সুতরাং জাতীয় ঐক্যকে ধরে রাখতে হবে এবং জাতীয়ভাবে আমাদের সবাই এই বিষয়টাতে যাতে সচেতন হতে পারি, সে বিষয়ে আপনাদের সংবাদপত্র এবং ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন জাতীয় ঐক্য জাতীয় স্বার্থে ধরে রাখার জন্য আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন। এ ছাড়া হবে না।

শফিক রেহমান বলেন, সাংবাদিকদের দায়িত্ব সমালোচনা করা ঠিক আছে; কিন্তু প্রশংসা করাও তাদের দায়িত্বÑ এটা মনে রাখতে হবে। তিনি বলেন, সরকারও ভুল করতে পারে, সাংবাদিকও ভুল করতে পারে। কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে এই ভুলটা স্বীকার করার সাহস থাকতে হবে।

মতিউর রহমান বলেন, দেশে একটা রাজনৈতিক শূন্যতা রয়েছে, চলছে- এটা বিপজ্জনক। সেটা বিএনপির জন্যও কিছুটা কঠিন অবস্থা। সবসময় ভাবতাম বা এখনও মনে করিÑ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বেশ একটু আগে যদি আসতে পারতেন, তাহলে হয়তো বিএনপি এবং দেশের মধ্যে একটা ভালো সুবিধাজনক অবস্থা তৈরি হতে পারতো। ওনার অনুপ্রস্থিতিটা কিছুটা আপনাদের জন্য প্রশ্ন তৈরি করেছে, নানা রকম বিভ্রান্তি তৈরি হওয়ার সুযোগ হয়েছে। সেটা আপনাদের জন্য নীতিবাচক হিসেবে দাঁড়িয়ে গেছে। একই সঙ্গে যদি বলি এই একটা বছর বা ১৫ মাস ধরেও বিএনপির সব কর্মকাণ্ড নানা স্তরে নানাভাবে নানা ক্ষেত্রে যেভাবে হয়েছে, যতটুকু জানি বা যতটুকু জানি না সেটুকু কিন্তু বিএনপির জন্য খুব ভালো হয়নি। সেগুলো এখনও সংশোধন করার ভালো করার সুযোগ সম্ভাবনা আছে। প্রথম আলো-ডেইলি স্টারের হামলা-অগ্নিকান্ডের ঘটনায় সকল রাজনৈতিক দল, শ্রেণি-পেশার মানুষ পাশে দাঁড়ানোর জন্য তাঁদের প্রতি কতজ্ঞতাও প্রকাশ করেন মতিউর রহমান।

বাংলাদেশের কোনো সরকারই সমালোচনামূলক সংবাদ সহজভাবে নিতে পারে না বলে মন্তব্য করেন মাহফুজ আনাম। তিনি বলেন, সত্যিকার অর্থে নতুন বাংলাদেশ যদি করতে হয়, সেখানে মিডিয়ার নতুন পরিবেশ তৈরি করতে হবে। বাংলাদেশ এই মুহূর্তে একটা বিধ্বস্ত জায়গায় আছে। প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশের ৫৩ বছরের ইতিহাসে কোনো গণমাধ্যমের অফিস আগুনে জ্বালিয়ে দেওয়া হয়নি। প্রথম ডেইলি স্টার ও প্রথম আলোর অফিসে আগুন জ্বালানো হলো। এটা নিয়ে সব মিডিয়ার প্রশ্ন করা উচিত।

মাহফুজ আনাম বলেন, গণমাধ্যম ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে একটি সম্মানজনক ও দায়িত্বশীল সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন। এর জন্য মতপ্রকাশের স্বাধীনতা প্রথম ধাপ, কিন্তু এর চেয়ে গুরুত্বপূর্ণ হলো সমালোচনামূলক মতপ্রকাশের স্বাধীনতা। সমালোচনামূলক সাংবাদিকতা শুধু স্বাধীন সাংবাদিকতার বিষয় নয়, সুশাসনের জন্যও প্রয়োজনÑ এ কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের এই ৫৩ বছরের অভিজ্ঞতা হলো, কোনো সরকার সমালোচনামূলক সাংবাদিকতা গ্রহণ করে না। আমি আশা করব নতুন বাংলাদেশে আপনারা সমালোচনা নিতে পারবেন।

মতিউর রহমান চৌধুরী বলেন, একটা অস্থির সময় কঠিন সময়। দেশটা দুভাগে বিভক্ত। বিভাজনের মধ্যে কথা বলাও খুব ডিফিকাল্ট। তবে আজকের এই অনুষ্ঠানে এসে আমার খুবই ভালো লেগেছে। আগামী দিনে বিএনপি ক্ষমতায় এলে মিডিয়া পলিসি কী হবে সালাউদ্দিন আহমেদ, রিজবি আহমেদÑ এ দুইজনের বক্তব্য থেকে স্পষ্ট। আমি খুবই আশাবাদী হতে চাই যে, আগামী দিনে যদি এর শিখি ভাগ বাস্তবায়িত হয়। মিডিয়া পলিসি যেটা বলা হয়েছে তাঁরা যদি সেটা বাস্তবায়ন করেন তাহলেই বোধহয় বাংলাদেশের মিডিয়া সামনের দিকে এগিয়ে যাবে। তিনি বলেন, তারেক রহমান এমন এক সময় আসছেন, যখন বাংলাদেশের সবচাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে নিরাপত্তা। মানুষ নিজেকে নিরাপদ ভাবতে চায়। কিন্তু মানুষ কিন্তু এখন নিরাপদ ভাবতে পারছে না। তিনি আরও বলেন, এই রাষ্ট্রের অস্তিত্ব বিপন্ন হতে পারে, যদি সবাই ঐক্যবদ্ধ না হই।

দেশীয় ও আন্তর্জাতিকভাবে নির্বাচন গ্রহণযোগ্য না হলে সামনে ‘মহাবিপদ’ অপেক্ষা করছেÑ এমন সতর্কবার্তা দিয়েছেন সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের সভাপতি এ কে আজাদ। তিনি বলেন, বিদেশিরা বাংলাদেশের নির্বাচনের দিকে উদ?গ্রীব হয়ে তাকিয়ে আছে। নির্বাচন কতটা সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়, তার ওপর দেশের ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করছে।

 

এ জাতীয় আরও খবর

হাদি হত্যাকাণ্ডের তদন্তে অগ্রগতি হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

তারেক রহমান ভোটার হবেন ২৭ ডিসেম্বর

দিল্লি কেড়ে নেওয়ার হুঙ্কার দিলেন মমতা

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা ছিল পরিকল্পিত: নাহিদ ইসলাম

রাশিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত

গানম্যান নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন নুর

যে ৫৭ দল অংশ নিতে পারে নির্বাচনে, কী তাদের প্রতীক

নভেম্বরে সার্বিক মূল্যস্ফীতি ৯ শতাংশের নিচে নেমে এসেছে

পুলিশ সদরদপ্তরের ৬ ডিআইজি নতুন দায়িত্বে

আমরা এমন নির্বাচন চাই, যেখানে ভয় ও বাধা থাকবে না: প্রধান উপদেষ্টা

অতীতের সব রেকর্ড ভেঙে সোনার সর্বোচ্চ দাম

এবার ভিসা কার্যক্রম স্থগিত করলো দিল্লির বাংলাদেশ হাইকমিশন