শনিবার, ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

দরজায় তালা লাগিয়ে বিএনপি নেতার বসতঘরে আগুন, শিশুর মৃত্যু

news-image

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে দরজায় তালা লাগিয়ে বেলাল হোসেন নামে এক ব্যবসায়ী ও বিএনপি নেতার বসঘরের চারপাশে পেট্টোল ঢেলে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ঘুমন্ত আয়েশা আক্তার (৭) দগ্ধ হয়ে মারা গেছে। আগুনে দগ্ধ ব্যবসায়ী বেলালসহ তার আরও দুই মেয়ে বিথি আক্তার ও স্মৃতি আক্তার দগ্ধ হয়। এরমধ্যে বিথি ও স্মৃতিকে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে। বেলালকে সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সূতারগোপ্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে।

জানা গেছে, ভুক্তভোগী বেলাল ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এবং সুতার গোপ্তা বাজারে সার ও কীটনাশকের ব্যবসায়ী। তার বাড়ি বাজারের পশ্চিম পাশে।

পরিবার ও স্থানীয়রা জানায়, রাতে বেলাল তার স্ত্রী-সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন। এসময় বাইরে থেকে ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দৃর্বৃত্তরা। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় ঘুমন্ত শিশু আয়েশা অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। অগ্নিদগ্ধ হন বেলাল হোসেন ও তার অপর দুই মেয়ে । পরে স্থানীয়রা অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিথী ও স্মৃতিকে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে পাঠানো হয়। তাদের অবস্থায় আশংকাজনক। দুইজনের শরীরের অধিকাংশই পুড়ে গেছে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। এইসময় নিহত এক শিশু ও অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুইজনের অবস্থায় গুরুতর। অগ্নিকাণ্ডের বিষয়ে তদন্ত করা হচ্ছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। অগ্নিদগ্ধ হয়ে এক শিশু মারা যায়। আরও তিনজন অগ্নিদগ্ধ হন। আগুনের বিষয়টি তদন্ত করা হচ্ছে। এটি কি পরিকল্পিতভাবে নাশকতা কিনা, সেটা খতিয়ে দেখা হচ্ছে।’

আমাদের সময়/আরআর

 

এ জাতীয় আরও খবর

অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার দাপট

ভারতের একাধিক তারকার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

উসকানি দেওয়া কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে চিঠি দিলো সরকার

দেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ শিক্ষা উপদেষ্টার

ওসমান হাদির মৃত্যুতে শোক জানিয়েছে কমনওয়েলথ

বিচার যেন প্রকাশ্যে দেখতে পারি: ওসমান হাদির বড় ভাই

‎ফয়সালের স্ত্রী-বান্ধবী-শ্যালকের ফের রিমান্ড

সামরিক মর্যাদায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর দাফন রোববার

সংসদ নির্বাচনের তফসিলে সংশোধন আনল ইসি

শহিদ হাদির কবর দেখতে বিকেল থেকেই জনস্রোত, উত্তাল শাহবাগ

চিরনিদ্রায় শায়িত ওসমান হাদি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বসাধারণের প্রবেশ সাময়িক বন্ধ