সোমবার, ২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রুনেইয়ের জালে ৮ গোল দিল বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বে ব্রুনেইকে ৮-০ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ। এই জয়ের সঙ্গে বাংলাদেশ দুই ম্যাচে দুই জয় নিশ্চিত করল। এর আগে গোলাম রব্বানী ছোটনের নেতৃত্বে বাংলাদেশ তিমুর লেস্তকে ৫-০ গোলে হারিয়েছিল।

সোমবার চীনের ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে আরও চার গোল যোগ হয়। দলের হয়ে জোড়া গোল করেন রিফাত কাজী ও অপু রহমান। এছাড়া একটি করে গোল করেন মোহাম্মদ মানিক, আলিফ রহমান, নাজমুল হুদা ও বায়েজিদ বোস্তামি।

গ্রুপ পর্বে আগামী বুধবার তৃতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার। ছয় দলের গ্রুপে বাংলাদেশের বাকি প্রতিপক্ষ বাহরাইন ও চীন। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে বাংলাদেশ আগামী বছর মে মাসে সৌদি আরবে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের মূলপর্বে খেলতে পারবে।

এই ছয় দলের মধ্যে ব্রুনেই ও বাংলাদেশ ছাড়া অন্য কোনো দল এখনও দুই ম্যাচ খেলেনি। টুর্নামেন্টে মোট ১৬ দল অংশগ্রহণ করবে। এর মধ্যে ৯ দল ইতিমধ্যেই মূলপর্ব নিশ্চিত করেছে, বাকি ৭ দল বাছাইপর্ব থেকে মূলপর্বে উঠবে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ পর্যায়ে এশিয়ান কাপে এর আগে দু’বার এবং অনূর্ধ্ব-১৬ পর্যায়ে চারবার অংশ নিয়েছে, কিন্তু এখনও কোনোবারই গ্রুপপর্ব পেরোতে পারেনি। সর্বশেষ ২০০৬ সালে বাছাই পেরলেও মূলপর্বে তিন ম্যাচের তিনটিতেই হেরেছে। ২০২০ সালে করোনার কারণে মূল টুর্নামেন্ট বাতিল হয় এবং ২০১৪ সালে বাংলাদেশ টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে।

 

এ জাতীয় আরও খবর

ঢাকা ত্যাগ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী

নির্বাচনে ভোট দিতে নিবন্ধন করেছেন ২১ হাজার ৪৭ প্রবাসী

‘ই-পারিবারিক আদালতের মাধ্যমে দুর্নীতি কমবে, সময়ও বাঁচবে’

নির্বাচন এবং গণভোট এক দিনে করাই ভালো: অর্থ উপদেষ্টা

তাপসের ১০ কোটি ৩৮ লাখ টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ

অভিনেতা ধর্মেন্দ্র আর নেই

নাসা গ্রুপের নজরুলের ৪৪ কোটি ‎টাকার জমি জব্দের আদেশ

স্ত্রীসহ আসাদুজ্জামান খান কামালের আয়কর নথি জব্দের আদেশ

কানাডায় স্কুলছাত্রীদের যৌন হেনস্তা, বিতাড়িত হচ্ছেন ভারতীয় নাগরিক

মেট্রোরেলের কার্ড অনলাইনে রিচার্জ চালু হচ্ছে মঙ্গলবার

চট্টগ্রামে কম্বলের গোডাউনে আগুন

বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার কমনওয়েলথ মহাসচিবের