সোমবার, ২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

কানাডায় স্কুলছাত্রীদের যৌন হেনস্তা, বিতাড়িত হচ্ছেন ভারতীয় নাগরিক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নাতনিকে দেখতে কানাডায় গিয়ে স্কুলছাত্রীদের হেনস্তায় দেশটির আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন জগজিৎ সিং (৫১) নামের এক ভারতীয় নাগরিক। গত সেপ্টেম্বরে তিনি গ্রেপ্তার হন। দুই বার তিনি জামিন পেলেও তাকে কানাডা থেকে প্রত্যপর্ণের নির্দেশ দেন বিচারক। দ্রুতই কানাডা থেকে ভারতে ফেরানো হবে জগজিৎকে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ছয় মাসের ভিসা নিয়ে কানাডায় গিয়েছিলেন জগজিৎ। সদ্যোজাত নাতনিকে দেখতে যাওয়ার জন্যই ভিসা পেয়েছিলেন তিনি। তবে কানাডার অন্টারিও পৌঁছে স্কুলছাত্রীদের হেনস্তা শুরু করেন তিনি। স্মোকিং এরিয়ায় গিয়ে তিনি স্কুলছাত্রীদের সঙ্গে জোর করে কথা বলতেন। মাদক সংক্রান্ত বিষয় নিয়ে আপত্তিকর আলোচনা করতেন। এমনকি স্কুলছাত্রীদের সঙ্গে জোর করে ছবিও তুলতে চাইতেন জগজিৎ। এখানেই শেষ নয়, স্কুলছাত্রীদের আপত্তিকরভাবে স্পর্শ করা, তাদের পিছু নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

যৌন হেনস্তাসহ একাধিক অভিযোগের ভিত্তিতে গত ১৬ সেপ্টেম্বর জগজিৎকে গ্রেপ্তার করা হয়। দুই দিন পরে জামিন পান তিনি। কিন্তু সেদিনই ফের অভিযোগ দায়ের হয় জগজিতের বিরুদ্ধে। ফলে আবারও গ্রেপ্তার হন তিনি। সার্নিয়ার আদালতের বিচারক ক্রিস্টা লিন লেজসিজনস্কি জানান, ওই স্কুল চত্বরে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না জগজিতের। তিনি যে কাণ্ড ঘটিয়েছেন সেটা মোটেও বরদাস্ত করা হবে না।

আদালতে জগজিতের আইনজীবী বলেন, চলতি মাসের শেষেই ভারতে ফেরার টিকিট রয়েছে তার মক্কেলের। তবে সেই আবেদন উপেক্ষা করেই জগজিৎকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দেন কানাডার বিচারক। ভবিষ্যতে কানাডায় প্রবেশাধিকারও কেড়ে নেওয়া হয়েছে জগজিতের। খুব শিগগিরই তাকে ভারতে প্রত্যর্পণ করা হবে।

 

এ জাতীয় আরও খবর

ঢাকা ত্যাগ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী

নির্বাচনে ভোট দিতে নিবন্ধন করেছেন ২১ হাজার ৪৭ প্রবাসী

‘ই-পারিবারিক আদালতের মাধ্যমে দুর্নীতি কমবে, সময়ও বাঁচবে’

নির্বাচন এবং গণভোট এক দিনে করাই ভালো: অর্থ উপদেষ্টা

তাপসের ১০ কোটি ৩৮ লাখ টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ

ব্রুনেইয়ের জালে ৮ গোল দিল বাংলাদেশ

অভিনেতা ধর্মেন্দ্র আর নেই

নাসা গ্রুপের নজরুলের ৪৪ কোটি ‎টাকার জমি জব্দের আদেশ

স্ত্রীসহ আসাদুজ্জামান খান কামালের আয়কর নথি জব্দের আদেশ

মেট্রোরেলের কার্ড অনলাইনে রিচার্জ চালু হচ্ছে মঙ্গলবার

চট্টগ্রামে কম্বলের গোডাউনে আগুন

বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার কমনওয়েলথ মহাসচিবের