ভিয়েতনামে ভূমিধস-বন্যায় মৃত্যু বেড়ে ৯০
আন্তর্জাতিক ডেস্ক : ভিয়েতনামে টানা ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আরও ১২ জন নিখোঁজ রয়েছেন বলে রোববার (২৩ নভেম্বর) দেশটির পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
জানা যায়, অক্টোবরের শেষ থেকে দক্ষিণ-মধ্য ভিয়েতনামে অবিরাম বর্ষণ চলছে। এর মধ্যে গত সপ্তাহে মধ্যাঞ্চলের কিছু এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ ১,৯০০ মিলিমিটার (প্রায় ৭৫ ইঞ্চি) ছাড়িয়ে গেছে। ফলে জনপ্রিয় পর্যটন গন্তব্যসহ বেশ কয়েকটি এলাকা একাধিকবার বন্যার কবলে পড়েছে।
দেশটির মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ১৬ নভেম্বর থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাহাড়ি ডাক লাক প্রদেশ। এখানে এখন পর্যন্ত ৬০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। হাজার হাজার বাড়িঘর প্লাবিত হয়ে গেছে।
রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, গত সপ্তাহে গিয়া লাই ও ডাক লাক প্রদেশে উদ্ধারকারীরা নৌকা ব্যবহার করে ছাদের ওপর আটকে পড়া মানুষদের উদ্ধার করেছেন। অনেক স্থানে জানালা ভেঙে ও ছাদ ফুটো করে লোকজনকে বের করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য বাহিনীকে ব্যাপকভাবে মোতায়েন করা হয়েছে।
বিন দিন প্রদেশের উপকূলীয় শহর কুই নহোনের একটি হাসপাতালে পানি ঢুকে পড়ায় চিকিৎসক ও রোগীরা তিন দিন শুধু তাৎক্ষণিক নুডলস ও পানি খেয়ে টিকে ছিলেন। পরে উদ্ধারকারীরা সেখানে খাবার ও বিশুদ্ধ পানি পৌঁছে দেন।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে ডাক লাক প্রদেশের বুয়েন হো শহরে বা নদীর পানির উচ্চতা ১৯৯৩ সালের রেকর্ড ছাড়িয়ে গেছে। খান হোয়া প্রদেশের কাই নদীও নতুন রেকর্ড স্পর্শ করেছে।
দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের হিসাবে, এখন পর্যন্ত ২ লাখ ৩৫ হাজারের বেশি ঘরবাড়ি প্লাবিত হয়েছে এবং প্রায় ৮০ হাজার হেক্টর ফসল সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বা নষ্ট হয়ে গেছে।
সরকারের প্রাথমিক হিসাবে, এই বন্যায় অর্থনৈতিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৮ দশমিক ৯৮ ট্রিলিয়ন ভিয়েতনামি ডং বা ৩৪১ মিলিয়ন মার্কিন ডলার।
জাতীয় পরিসংখ্যান দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত চরম আবহাওয়াজনিত দুর্যোগে ভিয়েতনামে ২৭৯ জন নিহত বা নিখোঁজ হয়েছেন এবং মোট ক্ষতি হয়েছে ২ বিলিয়ন ডলারের বেশি।
বিশেষজ্ঞদের মতে, ভিয়েতনামে জুন থেকে সেপ্টেম্বর মাসে সাধারণত ভারী বৃষ্টিপাত হলেও মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের চরম আবহাওয়া এখন আরও ঘন ঘন এবং ভয়াবহ আকার ধারণ করছে।











