দেশের ৪ জেলায় বিজিবি মোতায়েন
অনলাইন ডেস্ক : ঢাকাসহ দেশের ৪ জেলায় সার্বিক নিরাপত্তাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম।
যেসব জেলায় বিজিবি মোতায়েন হয়েছে সেগুলো হলো ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর।
এদিকে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সোমবার (১৭ নভেম্বর) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণার তারিখ ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
এ ছাড়া গত এক সপ্তাহ ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বাসে আগুন, পেট্রোলবোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্য সব বাহিনীর পাশাপাশি বিজিবিও মাঠ পর্যায়ে কাজ করছে।











