রাজশাহীতে বাড়ছে বহুতল ভবন, বাড়ছে তাপমাত্রা
সাখাওয়াত হোসেন
রাজশাহীতে দিন দিন বাড়ছে তাপমাত্রা। গত ৫২ বছরের রেকর্ডে এ জেলার তাপমাত্রায় নতুন রেকর্ড করে গত বছর। বিশেষজ্ঞরা বলছেন, ভূগর্ভস্থ পানির ব্যবহার ও সবুজ কমে যাওয়া এবং বহুতল ভবন বাড়ার কারণে গরম বাড়ছে। ফলে পরিবেশে বিরূপ প্রভাব পড়ছে। তাই গরম থেকে বাঁচতে চাই দ্রুত উদ্যোগ।
সম্প্রতি প্রকাশিত এক গবেষণা অনুযায়ী, এই তাপমাত্রা বৃদ্ধি শহরের পরিকল্পিত নগরায়ণ, তাপমাত্রার আরামদায়ক অবস্থা এবং দীর্ঘমেয়াদি বাসযোগ্যতা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
গবেষণায় বলা হয়েছে, এই তিন দশকে নগরীর সবুজ এলাকা কমেছে ২৬ শতাংশ এবং জলাধার কমেছে ৩ শতাংশ। বিপরীতে নির্মিত অবকাঠামো বেড়েছে প্রায় ২৮ শতাংশ। এ সময় নির্মিত অবকাঠামোর পরিমাণ ৯.৭৩ বর্গ কিলোমিটার থেকে বেড়ে ২২.৯৯ বর্গ কিলোমিটারে দাঁড়িয়েছে। একই সময়ে সবুজ এলাকা কমেছে ১২.৪৮ বর্গ কিলোমিটার এবং জলাশয় কমেছে ১.৪৪ বর্গ কিলোমিটার।
এদিকে শহরের জনসংখ্যা বেড়ে প্রায় ১০ লাখে পৌঁছেছে, যা বছরে ২.৮৮ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। গবেষণায় বলা হয়েছে, দ্রুত নগরায়ণের সঙ্গে জলবায়ু-সংবেদনশীল পরিকল্পনার কোনো মিল নেই।
রাজশাহী আবহাওয়া দফতরের রেকর্ড অনুযায়ী, রাজশাহীর ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৯৭২ সালে ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এরপর আর কখনো এত তাপমাত্রা ওঠেনি। তবে ২০২৪ সালে ওই তাপমাত্রার কাছাকাছি গিয়ে রেকর্ড করে ৪৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিসের তথ্যমতে, ২০০৫ সালে ৪২.৮ ডিগ্রি, ২০০৬ সালে ৩৯ .০৬ ডিগ্রি, ২০০৭ সালে ৪২.০২ ডিগ্রি, ২০০৮ সালে ৪০ ডিগ্রি, ২০০৯ সালে ৪১.০৮ ডিগ্রি, ২০১০ সালে ৪২.৫ ডিগ্রি, ২০১১ সালে ৩৮ ডিগ্রি, ২০১২ সালে ৪২ ডিগ্রি, ২০১৩ সালে ৪১.২ ডিগ্রি, ২০১৪ সালে ৪২ দশমিক ৬ ডিগ্রি, ২০১৫ সালে ৩৮.৫ ডিগ্রি, ২০১৬ সালে ৪১.২ ডিগ্রি, ২০১৭ সালে ৩৮.৪ ডিগ্রি, ২০১৮ সালে ৪০ ডিগ্রি, ২০১৯ সালে ৪০ ডিগ্রি, ২০২০ সালে ৩৯.২ ডিগ্রি, ২০২১ সালে ৪০.৩ ডিগ্রি, ২০২২ সালে ৪১.২ ডিগ্রি, ২০২৩ সালে ৪২.৬ ডিগ্রি, ২০২৪ সালে ৪৩ ডিগ্রি ও সর্বশেষ ২০২৫ সালে সর্বোচ্চ ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।











