অতিরিক্ত মদ পানে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি দুজন
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় শারদীয় দুর্গাপূজায় অতিরিক্ত মদ পানে তিনজনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরও দুজন।
আজ শুক্রবার শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
মৃতরা হলেন শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া পুর্বপাড়া গ্রামের মিজানুর রহমান লিটন (৫০), নাছিদুল ইসলাম (২৭) ও আব্দুল মানিক (২৫)।
একই গ্রামের আল কাফী (৩০) ও রঞ্জু মিয়া (২৮) অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
শাজাহানপুর থানার ওসি জানান, গত ২ অক্টোবর শারদীয় দুর্গাপূজার দশমীর দিন সন্ধ্যা ৭টার দিকে বেজোড়া মধ্যপাড়া সনাতন ধর্মশালা পূজামণ্ডপের পাশে বেলতলা নামক স্থানে কয়েকজন একসঙ্গে মদ পান করেন। পরে অসুস্থ হয়ে পড়লে বাড়িতেই চিকিৎসা করানো হয়। কিন্তু তাদের শারীরিক অবস্থার অবনতি হলে ৪ অক্টোবর পরিবারের লোকজন তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৭ অক্টোবর রাতে মিজানুর রহমান মণ্ডল মারা যান। এরপর বৃহস্পতিবার রাতে মারা যান নাছিদুল ইসলাম। আজ দুপুরে মারা যান আব্দুল মানিক। এখনও দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ওসি বলেন, মারা যাওয়া ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।











