রবিবার, ৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ২০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাম্পের নতুন সিদ্ধান্তে শঙ্কায় হলিউড

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিদেশি সিনেমার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এক পোস্টে তিনি লেখেন, ‘দীর্ঘদিনের অন্তহীন সমস্যার সমাধানে আমি যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত যেকোনো সিনেমার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করব।’ তবে তিনি কবে থেকে এ শুল্ক কার্যকর হবে বা কীভাবে তা বাস্তবায়িত হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

এ বছরের মে মাসেও ট্রাম্প একই হুমকি দিয়েছিলেন। সে সময় তিনি বলেছিলেন, মার্কিন চলচ্চিত্রশিল্প ‘অতি দ্রুতগতিতে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে’। তখন তিনি বাণিজ্য মন্ত্রণালয় এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধিকে ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছিলেন।

চলচ্চিত্রশিল্পের জন্য এর প্রভাব এখনও স্পষ্ট নয়। হলিউড যুক্তরাষ্ট্রের অর্থনীতির একটি বড় খাত, যা ২০২২ সালে ২৯০ কোটি (২৭৯ বিলিয়ন) ডলারের বিক্রয় আয় করেছে এবং ২৩ লাখেরও বেশি কর্মসংস্থান তৈরি করেছে বলে মোশন পিকচার অ্যাসোসিয়েশনের তথ্য জানিয়েছে।

তবে হলিউডে ধর্মঘট এবং কোভিড মহামারির পর থেকে দর্শকরা সিনেমা হলে না গিয়ে ঘরে বসে সিনেমা দেখতে শুরু করায় শিল্পটি আবার গতি ফিরে পেতে হিমশিম খাচ্ছে।

ট্রাম্প তার পোস্টে টেলিভিশন সিরিজের প্রসঙ্গ তোলেননি, যা দিন দিন আরও লাভজনক ও জনপ্রিয় হয়ে উঠছে।

গত বৃহস্পতিবার ট্রাম্প বলেছিলেন, তিনি ব্র্যান্ডেড ফার্মাসিউটিক্যাল পণ্য, রান্নাঘরের ক্যাবিনেট, আসবাবপত্র এবং ভারী ট্রাকের ওপর ২৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত আলাদা আলাদা শুল্ক আরোপ করবেন।

তিনি যোগ করেন, বুধবার থেকেই এগুলো কার্যকর হবে। আর কোনো কোম্পানি যদি যুক্তরাষ্ট্রে উৎপাদন কারখানা না গড়ে, তাহলে ওষুধপণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

ট্রাম্প আমদানিকৃত আসবাবপত্রের প্রসঙ্গও পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, উত্তর ক্যারোলাইনা ‘সম্পূর্ণভাবে তাদের আসবাবপত্র শিল্প চীনসহ অন্যান্য দেশের কাছে হারিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

তোফায়েল আহমেদ মারা গেছেন

গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

অভিনয় ছেড়ে চাকরি খুঁজছেন হাসান মাসুদ

সাদাপাথর লুটকাণ্ডের আরেক হোতা আলফু গ্রেপ্তার

তুরস্কে পাঠানো হচ্ছে গাজা ফ্লোটিলার ১৩৭ কর্মী

খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

দীপিকার বিতর্কে রানি মুখার্জির মন্তব্যে নতুন মাত্রা

মহানবী (সা.) সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে

যুক্তরাষ্ট্রে গণমাধ্যমের ওপর আস্থা ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে: গ্যালাপ জরিপ

‘বাংলাদেশ-চীনের জনগণের বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে’

আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে : সেলিম ভূঁইয়া

হালট্রিপ কেলেঙ্কারির তাজবীর গ্রেপ্তার