রবিবার, ৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ২০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

‘ভুয়া ধর্ষণ’ বলা হান্নান মাসউদ এবার ধর্ষকের কঠোর শাস্তি চাইলেন

news-image

অনলাইন ডেস্ক : খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগের ঘটনাকে ‘ভুয়া ধর্ষণ’ হিসেবে অভিহিত করেছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। তবে এবার নিজের বলা এ কথাকে অনাকাঙ্খিত জানিয়ে ধর্ষকের কঠোর থেকে কঠোরতর শাস্তি নিশ্চিত করতে বলেছেন তিনি।

খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগ, পরবর্তী বিক্ষোভ-সহিংসতা ও গুলিতে তিনজন নিহত হওয়ার ঘটনায় এনসিপির বিরুদ্ধে নীরবতার অভিযোগ তুলে ও এ বিষয়ে আবদুল হান্নান মাসউদের মন্তব্যের তুলে আজ সোমবার সকালে পদত্যাগ করেন দলের কেন্দ্রীয় কমিটিতে প্রতিবাদে আজ সোমবার দলটি থেকে পদত্যাগ করেন অলিক মৃ। তিনি এনসিপিতে কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) পদে দায়িত্ব পালন করছিলেন।

অলিক মৃর পদত্যাগের ঘোষণার কিছুক্ষণ পর হান্নান মাসউদ নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে লেখেন, ‘আবারও বলছি- একটি ধর্ষণের ঘটনাকে সামনে এনে পাহাড়ে অশান্তি সৃষ্টি করা হচ্ছে৷…আমার দেশের সার্বভৌমত্বকে যারা হুমকির মুখে ফেলবে, তাদের বিরুদ্ধে আমি জীবন দিয়েও লড়ে যাব। এ দেশের একটি ধূলিকণা নিয়েও কাউকে ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। এসব ফালতু সুশীলগিরি এবার থামান।’

তবে কিছুক্ষণ পর ওই পোস্ট সরিয়ে ফেলেন হান্নান মাসউদ। আজ বেলা ২টার একটু পরে ফেসবুকে আরেকটি পোস্ট দেন তিনি। সেখানে হান্নান মাসউদ লিখেছেন, ‘গতকাল দ্বীপ হাতিয়ার চানন্দী ইউনিয়নে এক সমাবেশে আমি ভুলবশত ও তাৎক্ষণিকভাবে ‘ভুয়া ধর্ষণ’ শব্দটি ব্যবহার করে ফেলি, যা কোনোভাবেই আমার ইন্টেনশন ছিল না। ধর্ষণের মতো গর্হিত অপরাধকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। ধর্ষকের কঠোর থেকে কঠোরতর শাস্তি নিশ্চিত করতে হবে। এই অনাকাঙ্ক্ষিত শব্দটি ব্যবহার করায় আমি বিব্রত ও দুঃখিত আশা করি, আমার শুভাকাঙ্ক্ষী, সমর্থক ও সমালোচকেরা এটাকে আমার মুহূর্তের ভুল হিসেবেই বিবেচনা করবেন।’

 

তিনি লিখেছেন, ‘পাহাড় ও সমতলের বাংলাদেশের সব নাগরিকের প্রতি আহ্বান থাকবে, পরাজিত ও ফ্যাসিবাদী শক্তির সব ষড়যন্ত্র নস্যাৎ করে ঐক্যবদ্ধ থাকুন। আলোচনার মাধ্যমে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। উভয় পক্ষের কথা গুরুত্ব দিয়ে শোনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের প্রতি আহ্বান জানাই।’

প্রসঙ্গত, গতকাল রবিবার নোয়াখালীর দ্বীপ উপজেলায় হাতিয়ার চানন্দী ইউনিয়নে এক সমাবেশে দেওয়া বক্তব্যে খাগড়াছড়ির ঘটনা সম্পর্কে হান্নান মাসউদ বলেছিলেন, ‘বাংলাদেশের পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র চলছে। ভারত আমাদের পার্বত্য অঞ্চল কেড়ে নিতে চায়। তারা শেষ ট্রাম্প কার্ড খেলছে, পার্বত্য অঞ্চলকে তারা অস্থিতিশীল করে তুলছে। একটা ভুয়া ধর্ষণের ঘটনার মধ্য দিয়ে তারা আমাদের বাঙালি ও পার্বত্য পাহাড়িদের মুখোমুখি দাঁড় করিয়েছে। বাংলাদেশের মানুষ এই ভূখণ্ডের এক ইঞ্চিও ছাড়বে?…ভারতকে জবাব দেওয়া হবে। বাংলাদেশ সরকারকে এ জবাব দিতে হবে, দিতে হবে, দিতে হবে।’

 

এ জাতীয় আরও খবর

শহিদুল আলম ও গাজার পাশে আছি: প্রধান উপদেষ্টা

তোফায়েল আহমেদ মারা গেছেন

গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

অভিনয় ছেড়ে চাকরি খুঁজছেন হাসান মাসুদ

সাদাপাথর লুটকাণ্ডের আরেক হোতা আলফু গ্রেপ্তার

তুরস্কে পাঠানো হচ্ছে গাজা ফ্লোটিলার ১৩৭ কর্মী

খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

দীপিকার বিতর্কে রানি মুখার্জির মন্তব্যে নতুন মাত্রা

মহানবী (সা.) সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে

যুক্তরাষ্ট্রে গণমাধ্যমের ওপর আস্থা ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে: গ্যালাপ জরিপ

‘বাংলাদেশ-চীনের জনগণের বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে’

আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে : সেলিম ভূঁইয়া