রবিবার, ৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ২০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

নারীরা কর্মস্থলে সন্তান নিয়ে যাওয়ার আইনি অধিকার পাবেন: পরিকল্পনা উপদেষ্টা

news-image

অনলাইন ডেস্ক : পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, নারীরা শিগগির কর্মস্থলে সন্তান নিয়ে যাওয়ার আইনি অধিকার পাবেন। অন্তর্বর্তী সরকার এ লক্ষ্যে কাজ করছে।

আজ সোমবার রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ‘রেকগনিশন: এ ফার্স্ট স্টেপ টুয়ার্ডস জেন্ডার ইকুয়ালিটি’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, প্রত্যেক অফিসে বাধ্যতামূলক ডে কেয়ার সুবিধা বাস্তবায়ন ভবিষ্যতের জন্য একটি পথপ্রদর্শক উদ্যোগ হবে।

সংলাপে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হাউসহোল্ড প্রোডাকশন স্যাটেলাইট অ্যাকাউন্ট রিপোর্ট তুলে ধরা হয়। রিপোর্ট অনুযায়ী, দেশের অবৈতনিক গৃহস্থালি কাজের মোট মূল্য ৬ লাখ ৭০ হাজার কোটি টাকা, যা জিডিপির ১৮ দশমিক ৯ শতাংশ। এর মধ্যে নারীদের অবদান ৮৫ শতাংশ, যা জিডিপির ১৬ দশমিক ১৪ শতাংশের সমান।

মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, ‘আমরা এমন একটি সমাজের স্বপ্ন দেখেছি, যেখানে নারীরা ঘরে সম্মানিত হবেন এবং পারিবারিক সহিংসতা থেকে মুক্ত থাকবেন। আজ সরকারের স্বীকৃতি সেই স্বপ্ন বাস্তবায়নের পথে এক বিশাল অগ্রগতি।’

মূল প্রবন্ধে এমজেএফ-এর পরিচালক বনশ্রী মিত্র নিয়োগী বলেন, ‘এ ধরনের সমীক্ষা এখনো আন্তর্জাতিক দাতাদের অর্থায়নে পরিচালিত হয়। ভবিষ্যতে এর ধারাবাহিকতা রক্ষায় সরকারকে দায়িত্ব নিতে হবে।’

অনুষ্ঠানে নারী উন্নয়ন ও সমাজকল্যাণে কাজ করা বিভিন্ন সংস্থা ও উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিরা বক্তব্য দেন। এতে বক্তব্য দেন এডিবি-এর প্রতিনিধি নাসীবা সেলিম, ইউএন উইমেন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ গীতাঞ্জলি সিং, কানাডিয়ান হাইকমিশনের প্রতিনিধি স্টেফানি সেন্ট-লরেন্ট ব্রাসার্ড, নাগরিকতা সিইএফ-এর ক্যাথারিনা কুনিগ, মহিলাবিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত সচিব কাজী গোলাম তৌসিফ, এমজেএফ-এর গভর্নিং বোর্ডের চেয়ারপারসন পরভীন মাহমুদ।

 

এ জাতীয় আরও খবর

শহিদুল আলম ও গাজার পাশে আছি: প্রধান উপদেষ্টা

তোফায়েল আহমেদ মারা গেছেন

গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

অভিনয় ছেড়ে চাকরি খুঁজছেন হাসান মাসুদ

সাদাপাথর লুটকাণ্ডের আরেক হোতা আলফু গ্রেপ্তার

তুরস্কে পাঠানো হচ্ছে গাজা ফ্লোটিলার ১৩৭ কর্মী

খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

দীপিকার বিতর্কে রানি মুখার্জির মন্তব্যে নতুন মাত্রা

মহানবী (সা.) সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে

যুক্তরাষ্ট্রে গণমাধ্যমের ওপর আস্থা ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে: গ্যালাপ জরিপ

‘বাংলাদেশ-চীনের জনগণের বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে’

আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে : সেলিম ভূঁইয়া