৮ শর্তে আন্তর্জাতিক ফ্লাইট চালুর অনুমোদন
গোলাম সাত্তার রনি
অবশেষে আন্তর্জাতিক ফ্লাইট চালুর আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর। গত ১৮ সেপ্টেম্বর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান স্বাক্ষরিত দুই বছর মেয়াদি অনুমতি সনদ (এরোড্রোম সার্টিফিকেট) বিমানবন্দর কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। তবে নিরাপত্তা ও আন্তর্জাতিক মান বজায় রাখতে বিমানবন্দর পরিচালনায় আটটি শর্ত আরোপ করা হয়েছে। এর আগে গত ২ অক্টোবর থেকে কক্সবাজারকে আন্তর্জাতিক মর্যাদা দেওয়ার জন্য আইকাওকে চিঠি দিয়েছিল বেবিচক।
সনদপত্র অনুযায়ী, চলতি বছরের ১ অক্টোবর থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করতে পারবে। তবে কোনো কারণে সনদটি প্রত্যাহার, স্থগিত, বাতিল বা রহিত হলে এর কার্যকারিতা থাকবে না। এতে বলা হয়েছে, বিমানবন্দর পরিচালনায় সনদে উল্লিখিত নিয়মকানুন ও সীমাবদ্ধতা মেনে চলা বাধ্যতামূলক। একই সঙ্গে এয়ারড্রোম স্ট্যান্ডার্ড বিভাগের মহাপরিচালকের অনুমোদিত বিমানবন্দর ম্যানুয়াল অনুসরণ করতে হবে। আর চেয়ারম্যানের কাছে যদি প্রতীয়মান হয়, সনদধারী প্রতিষ্ঠান নিয়ম লঙ্ঘন বা শর্তাবলি অমান্য করেছে, তবে সিএআর ৮৪-এর বিধি ২৬০ অনুযায়ী সনদ স্থগিত, বাতিল বা রহিত করার ক্ষমতা চেয়ারম্যানের রয়েছে। এ ছাড়া এই সনদের অধিকার অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা যাবে না।
আন্তর্জাতিক মান নিশ্চিতে ৮ শর্ত
আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার নিরাপত্তা ও মান বজায় রাখতে সনদের সঙ্গে বিমানবন্দর পরিচালনায় মোট আটটি শর্ত আরোপ করা হয়েছে। শর্ত অনুযায়ী বিমানবন্দরের সব সুবিধা, যন্ত্রপাতি, সেবা ও প্রক্রিয়া দক্ষতার সঙ্গে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করতে হবে। এ ক্ষেত্রে বিমানবন্দর ম্যানুয়াল এবং প্রযোজ্য আন্তর্জাতিক মান মেনে চলা বাধ্যতামূলক। বিমানবন্দর ম্যানুয়ালের একটি হালনাগাদ কপি সর্বদা পরিচালকের (এয়ারড্রোম স্ট্যান্ডার্ড) কাছে জমা রাখতে হবে।
বিমানবন্দরের ভৌত অবস্থার কোনো পরিবর্তন হলে তা সঙ্গে সঙ্গে বিমান তথ্য প্রকাশনায় (এআইপি) হালনাগাদ করতে হবে। বিমানবন্দর পরিচালনা অবশ্যই বিমানবন্দর ব্যবস্থাপনা সদস্যের (ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন) অনুমোদিত মানক পরিচালন পদ্ধতি অনুযায়ী করতে হবে।
ড্রেনেজ ব্যবস্থা কংক্রিট স্ল্যাব দিয়ে ঢেকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ঝুঁকির তথ্য এআইপিতে প্রকাশ করতে হবে। একই সঙ্গে ভারী বৃষ্টি বা পশ্চিম দিক থেকে প্রবল বাতাসের সময় রানওয়েতে অবতরণ ও উড্ডয়ন এড়িয়ে চলতে হবে।
নতুন টার্মিনাল ভবনের ছাদের সমান বা তার নিচে লাইট মাস্টের উচ্চতা নামাতে হবে। আন্তর্জাতিক মান অনুযায়ী এতে প্রতিবন্ধকতা নির্দেশক লাইট বসানো বাধ্যতামূলক। রানওয়ের প্রান্তে স্থাপিত অবতরণ প্রতিরোধক বাঁধের (অ্যারেস্টিং ব্যারিয়ার) বিস্তারিত তথ্য এআইপি, এআইপি সম্পূরক বা নোটিশ টু এয়ারম্যানে (নোটাম) প্রকাশ করতে হবে।
এ ছাড়া ফোর-সি শ্রেণির চেয়ে উচ্চতর এরোড্রোম রেফারেন্স কোড ব্যবহার বা যন্ত্রভিত্তিক অবতরণের জন্য ন্যূনতম অবতরণ উচ্চতা (ওসিএ) হ্রাস করতে চাইলে চেয়ারম্যানের অনুমোদিত বিশেষ বিমান চলাচল অধ্যয়ন করতে হবে।
বেবিচকের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের কাজ দীর্ঘদিন ধরে চলছিল। রানওয়ে সম্প্রসারণসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক মর্যাদার ফলে কক্সবাজার থেকে মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া, এমনকি ইউরোপের নির্দিষ্ট গন্তব্যে সরাসরি যাত্রী পরিবহন সম্ভব হবে। বিমানবন্দরের নতুন মর্যাদার বিষয়ে সব এয়ারলাইন্স, ফ্লাইট অপারেটর এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোকে অবহিত করা হয়েছে। বেবিচক আশা করছে, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের আনুষ্ঠানিক যাত্রা বাংলাদেশের আকাশপথে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং দেশের পর্যটনশিল্পকে বৈশ্বিক পর্যায়ে আরও দৃঢ় অবস্থানে নিয়ে যাবে।
প্রধান উপদেষ্টার উদ্বোধন
বেবিচকের একটি সূত্র জানিয়েছে, অক্টোবর মাসে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক ফ্লাইট ক ার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে। বেবিচকের সদস্য (এটিএম) নূর ই আলম আমাদের সময়কে বলেন, ‘আমাদের পরিকল্পনা রয়েছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর প্রধান উপদেষ্টাকে দিয়ে উদ্বোধন করানোর।’
বেবিচক সূত্র জানায়, আগামী অক্টোবরে কক্সবাজার-কলকাতা রুটে উড়োজাহাজ চলাচলের মধ্য দিয়ে শুরু হবে এই বিমানবন্দরের আন্তর্জাতিক কার্যক্রম। কক্সবাজার থেকে শুরুতে প্রতি সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে তারিখ এখনও চূড়ান্ত হয়নি। অন্য এয়ারলাইন্স ইউএস বাংলা এবং বিদেশি এয়ারলাইন্সগুলোও এই বিমানবন্দর দিয়ে ফ্লাইট পরিচালনা করার প্রস্তুতি নিচ্ছে।
বেবিচক সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খান এর আগে আমাদের সময়কে বলেছিলেন, কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার সর্বশেষ প্রস্তুতি নিয়ে সভা হয়েছে। যেসব কাজ বাকি আছে তা ২ অক্টোবরের মধ্যে শেষ হয়ে যাবে।
সংশ্লিষ্টরা বলছেন, কক্সবাজার বিমানবন্দর দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা দেশের বিমান খাত ও পর্যটনশিল্পের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের শহর কক্সবাজারে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে বিদেশি পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়বে। পাশাপাশি কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকার অর্থনীতি, হোটেল-মোটেল ব্যবসা, রিসোর্ট ও পরিবহন খাতেও নতুন সম্ভাবনার দ্বার খুলবে। একই সঙ্গে কক্সবাজারে শুধু অবকাশ যাপন নয়, আন্তর্জাতিক সম্মেলন, করপোরেট ইভেন্ট ও বৃহৎ পরিসরের সাংস্কৃতিক কার্যক্রম আয়োজন সহজ হবে। এতে স্থানীয় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সেক্ষেত্রে এখনও যেসব কাজ বাকি রয়েছে, সেগুলো দ্রুত শেষ করতে হবে।