আওয়ামী লীগের সাবেক এমপি বাদল ও বুবলী কারাগারে
আদালত প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী সজীব উদ্দিনকে হত্যাচেষ্টা মামলায় ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের আওয়ামী লীগদলীয় সাবেক সংসদ সদস্য (এমপি) ফয়জুর রহমান বাদলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। অন্যদিকে, তেজগাঁও থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সংরক্ষিত নারী আসনের আওয়ামী লীগদলীয় সাবেক এমপি ও নরসিংদী পৌরসভার সাবেক মেয়র লোকমান হোসেনের স্ত্রী তামান্না নুসরাত বুবলীকেও কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
আজ সোমবার ঢাকার মেট্টোপলিটন মাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম আসামি বাদলকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আর ঢাকার মেট্টোপলিটন মাজিস্ট্রেট মিনহাজুর রহমান আসামি বুবলিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ঢাকার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল রবিবার রাত ১০টার দিকে নিকুঞ্জ এলাকা থেকে ফয়জুর রহমান বাদলকে গ্রেপ্তার করে পুলিশ। আজ মামলার তদন্তকারী কর্মকর্তা, নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মারুফ হাসানত তাকে কারাগারে রাখার আবেদন করেন।
বাদলকে কারাগারে পাঠানো মামলার বিবরণী থেকে জানা যায়, জুলাই আন্দোলনের সময় গত বছর ১৯ জুলাই নিউ মার্কেট থানার সাইন্সল্যাব মোড় এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেন বৈষম্যবিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী সজীব উদ্দিন। বিকেল সাড়ে ৩ টার দিকে তাদের মিছিলে গুলি চালানো হয়। এতে সজীব ও তার বন্ধু মেহেদীসহ মোট ১২ জন আহত হন। পরে তারা চিকিৎসা নিয়ে সুস্থ হন। এ ঘটনায় গত ৪ ফেব্রুয়ারি নিউমার্কেট থানায় ৪৭ জনকে আসামি করে হত্যাচেষ্টার মামলা করেন সজীব।
অন্যদিকে, মিরপুর থেকে তামান্না নুসরাত বুবলীকে গ্রেপ্তার করে পুলিশ। আজ তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন খান।
বুবলীকে কারাগারে পাঠানো মামলার বিবরণী থেকে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী, এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা তেজগাঁও থানার ডেইলি স্টারের সামনে থেকে আনন্দ সিনেমা হলের সামনে দিয়ে পান্থপথ অভিমুখে মিছিল নিয়ে অগ্রসর হয়। জনমনে ভীতি সৃষ্টি করার জন্য ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালাচ্ছিল। এ অবস্থায় ২৫ জনকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার ও চারটি অবিস্ফোরিত ককটেল জব্দ করে পুলিশ। এ ঘটনায় পরদিন তেজগাঁও থানার এসআই মো. আব্দুল কাদের ২৫ জনকে আসামি করে সন্ত্রাস বিরোধ আইনে মামলা করেন।