রবিবার, ৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ২০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে  নাসিরনগরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা : ৬৯ মেট্রিক টন চালের ডিও বিতরণ

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপন এবং পূজা চলাকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা ও ১৩৮টি পূজা মন্ডপে সরকারি অনুদান জিআর ৬৯ মেট্রিক টন চালের ডিও বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে  উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি তানজিল কবির,সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আবদুল আলীম,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  ওসি তদন্ত তানভীর আহমেদ,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মকবুল হোসেন,উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসহাক মিয়া,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা চায়না বেগম,ফায়ার সার্ভিস কর্মকর্তা হিমাংশু রঞ্জন সিংহ ,ইউপি চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহীন,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুল কাদির,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বশির উদ্দিন তুহিন,উপজেলা জামায়াতের ইসলামীর আমীর অধ‍্যাপক একেএম আমিনুল ইসলাম,উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুস ছাত্তার, এনসিপির প্রধান সমন্বয়ক মোহাম্মদ হাফিজ মিয়া, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার কাজী মাহমুদুর নবী,প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আকতার হোসেন ভূইঁয়া,উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি প্রিয়তোষ আচার্য‍্য,সাধারণ সম্পাদক জীবন চন্দ্র দাস,ডা: শ্রীবাস দাস,শচীন্দ্র দাস,পল্লব চক্রবর্তী প্রমূখএছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ,পূজামন্ডপের সভাপতি,সাধারণ সম্পাদক সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় নাসিরনগরে অনুষ্ঠিত পূজা মণ্ডপগুলোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন স্তরে নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠা,সিসি ক্যামেরা স্থাপন,পর্যাপ্ত পুলিশ ও আনসার মোতায়েন,স্বেচ্ছাসেবক দল গঠন,ডিজে গান বাদ দিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য পূর্ণ সঙ্গীত পরিবেশন এবং সরকারি নিদের্শনা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে প্রতিমা বিসর্জনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পরে সভায় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিটি পূজা মন্ডপে ৫০০ কেজি করে জিআর চালের অনুদানের ডিও বিতরণ করা হয়।

এ জাতীয় আরও খবর

শহিদুল আলম ও গাজার পাশে আছি: প্রধান উপদেষ্টা

তোফায়েল আহমেদ মারা গেছেন

গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

অভিনয় ছেড়ে চাকরি খুঁজছেন হাসান মাসুদ

সাদাপাথর লুটকাণ্ডের আরেক হোতা আলফু গ্রেপ্তার

তুরস্কে পাঠানো হচ্ছে গাজা ফ্লোটিলার ১৩৭ কর্মী

খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

দীপিকার বিতর্কে রানি মুখার্জির মন্তব্যে নতুন মাত্রা

মহানবী (সা.) সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে

যুক্তরাষ্ট্রে গণমাধ্যমের ওপর আস্থা ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে: গ্যালাপ জরিপ

‘বাংলাদেশ-চীনের জনগণের বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে’

আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে : সেলিম ভূঁইয়া