রবিবার, ৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ২০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

মেঘনায় ধরা পড়ল ৪ কেজির ‘রানি ইলিশ’, ১০ হাজার টাকায় বিক্রি

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে চার কেজি ওজনের একটি ইলিশ ধরা পড়েছে। নিলামে সেটি ১০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে মাছটি চেয়ারম্যান ঘাটের মেসার্স আল্লাহর দান মৎস্য আড়তে বিক্রি করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাতিয়া উপজেলার জেলে মো. নুর উল্লাহ মেঘনা নদীর একটি চরে জাল ফেলেন। কয়েক ঘণ্টা পর ভাটা এলে সেই জাল তুলে দেখেন কিছু সামুদ্রিক মাছের সঙ্গে বড় আকারের একটি রানি ইলিশ ধরা পড়েছে। ভালো দাম পেতে ইলিশটি তিনি চেয়ারম্যান ঘাটের মাছ বাজারে নিয়ে আসেন। সেখানে আল্লাহর দান মৎস্য আড়তে বিক্রি করেন। জমিদার হাজী বেপারী ১০ হাজার টাকায় ইলিশটি কিনে নেন। বড় আকারের এই রানি ইলিশটি এক নজর দেখতে অনেকে ভিড় জমান আড়তে।

জেলে নুর উল্লাহ বলেন, চরঘেরা জালে কখনো এত বড় মাছ পাওয়া যায় না। আমরা পোয়া মাছসহ বিভিন্ন মাছ পাই। তা দিনে এনে দিনে বিক্রি করি। আজ চার কেজির রানি ইলিশ পেলাম। ভালো দামে বিক্রি করেছি। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি।

আল্লাহর দান মৎস্য আড়তের স্বত্বাধিকারী ব্যবসায়ী মো. আকবর বলেন, নদীতে এখন বড় সাইজের ইলিশ ধরা পড়ছে না বললেই চলে। তবে ব্যতিক্রম হিসেবে এত বড় রানি ইলিশ পাওয়া সত্যিই আনন্দের বিষয়। বর্তমানে ভরা মৌসুমেও মাছের আকাল রয়েছে। যার ফলে জেলে, ব্যবসায়ী, আড়তদার, শ্রমিক সবাই ঋণে জর্জরিত। কেউ মাছ পাচ্ছেন আবার কেউ পাচ্ছেন না। মাছ পেলে সবার মুখে হাসি ফুটত।

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফাহাদ হাসান বলেন, প্রায়ই বড় বড় মাছ পাওয়া যায় এবং দামও ভালো পাওয়া যায়। মৎস্য সংরক্ষণে সরকারের দেওয়া বিভিন্ন সময়ে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করায় নদীতে বড় আকৃতির মাছের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আমরা আশা করছি সামনে জেলেরা সাগরে বড় আকৃতির মাছ আরও বেশি বেশি পাবেন। যা জেলেদের মুখে হাসি ফোটাবে এবং বাজারেও সাড়া ফেলবে।

এ জাতীয় আরও খবর

শহিদুল আলম ও গাজার পাশে আছি: প্রধান উপদেষ্টা

তোফায়েল আহমেদ মারা গেছেন

গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

অভিনয় ছেড়ে চাকরি খুঁজছেন হাসান মাসুদ

সাদাপাথর লুটকাণ্ডের আরেক হোতা আলফু গ্রেপ্তার

তুরস্কে পাঠানো হচ্ছে গাজা ফ্লোটিলার ১৩৭ কর্মী

খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

দীপিকার বিতর্কে রানি মুখার্জির মন্তব্যে নতুন মাত্রা

মহানবী (সা.) সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে

যুক্তরাষ্ট্রে গণমাধ্যমের ওপর আস্থা ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে: গ্যালাপ জরিপ

‘বাংলাদেশ-চীনের জনগণের বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে’

আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে : সেলিম ভূঁইয়া