রবিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

ভাতা বাড়াতে শিক্ষা উপদেষ্টার চিঠি, অসন্তুষ্ট শিক্ষকরা

news-image

এম এইচ রবিন
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বাড়ানোর প্রস্তাব এখন শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের চিঠি চালাচালিতে আটকে আছে। প্রস্তাব অনুযায়ী ভাতা দ্বিগুণ হলেও শিক্ষকরা সন্তুষ্ট নন। তাঁদের দাবি, সরকারি চাকরিজীবীদের মতো মূল বেতনের নির্দিষ্ট শতাংশ অনুযায়ী বাড়িভাড়া দিতে হবে। এ দাবি পূরণ না হলে আন্দোলনে নামার আলটিমেটাম দিয়েছে শিক্ষক সংগঠনগুলো।

সম্প্রতি শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের কাছে চিঠি পাঠিয়ে ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ৭৬৯ কোটি ৩৩ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করেন। ওই চিঠিতে উল্লেখ করা হয়- বর্তমানে প্রায় ৩ লাখ ৯৮ হাজার এমপিও শিক্ষক-কর্মচারী মাসে

এক হাজার টাকা বাড়িভাড়া ও ৫০০ টাকা চিকিৎসাভাতা পান। প্রস্তাব অনুযায়ী, বাড়িভাড়া দ্বিগুণ হয়ে ২ হাজার এবং চিকিৎসাভাতা ১ হাজার টাকায় উন্নীত হবে। পাশাপাশি কর্মচারীদের উৎসবভাতা ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশে উন্নীত করলে মোট খরচ হবে প্রায় ৭৬৯ কোটি টাকা।

শিক্ষা উপদেষ্টা তাঁর চিঠিতে বলেন, শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণ ও জীবনমান উন্নয়নের স্বার্থে ভাতা বাড়ানো জরুরি। এতে তাঁদের পেশাদারত্ব বাড়বে, শিক্ষার মানোন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।

তবে শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলকারী শিক্ষক সংগঠনগুলো এই প্রস্তাবে খুশি নয়। সংগঠনগুলো বলছে, সরকারি চাকরিজীবীরা মূল বেতনের ওপর ৩৫ থেকে ৬৫ শতাংশ পর্যন্ত বাড়িভাড়া পান, অথচ এমপিওভুক্ত শিক্ষকরা পান মাত্র ১ হাজার টাকা।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, ‘আমরা সরকারি চাকরিজীবীদের নিয়মে বাড়িভাড়া চাই। শিক্ষা মন্ত্রণালয় ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে, তবে এতে সমস্যা সমাধান হবে না। ঢাকা, জেলা শহর ও উপজেলাভেদে সরকারি চাকরিজীবীরা যেভাবে ভাড়া পান, আমাদেরও সেই নিয়মে দিতে হবে। আমরা এ দাবি বাস্তবায়ন করব।’

অর্থ মন্ত্রণালয়ের বাজেট বিভাগ জানিয়েছে, প্রস্তাবটি বিবেচনায় রয়েছে। প্রয়োজনে সংশোধিত বাজেটে সংস্থান রাখা হতে পারে। তবে শিক্ষক নেতাদের মতে, চিঠি চালাচালিতে সময় নষ্ট না করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। শিক্ষক সংগঠনগুলোও স্পষ্ট জানিয়ে দিয়েছে, আংশিক সমাধানে শিক্ষকরা ঘরে ফিরবেন না।

গত ১৩ আগস্ট সকালে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নিয়ে সরকারি নিয়মে বাড়িভাড়া, মেডিক্যাল ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতা প্রদান এবং সর্বজনীন বদলি চালুসহ এমপিওভুক্ত (স্কুল-কলেজ-মাদ্রাসা ও কারিগরি) শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে শিক্ষক সমাবেশ ও সচিবালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে প্রেসক্লাব থেকে সচিবালয়ে যাওয়ার পথে হাইকোর্টসংলগ্ন কদম ফোয়ারার সামনে শিক্ষকরা পুলিশের বাধার মুখে পড়েন। পরে শিক্ষা উপদেষ্টার আহ্বানে শিক্ষকদের একটি প্রতিনিধিদল সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে যান বৈঠক করতে। আর অন্যরা প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে অবস্থান নেন। এ সময় তাঁরা বিভিন্ন দাবিতে সেøাগান দেন।

শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর বিকাল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজী বলেন, বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজ-মাদ্রাসা ও কারিগরি শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি মেনে নিতে হবে। সরকারকে এক মাসের সময়সীমা বেঁধে দিয়ে ১৫-১৬ সেপ্টেম্বর নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণদিবস কর্মবিরতি পালন করার ঘোষণা দেন। এতেও দাবি পূরণ না হলে আগামী ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের হুমকি দিয়েছেন তিনি।

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ২৬ হাজার ৪৪৭টি। এসব প্রতিষ্ঠানে প্রায় ৩ লাখ ৮০ হাজার শিক্ষক এবং ১ লাখ ৭৭ হাজার কর্মচারী কাজ করছেন। সরকারি চাকরিজীবীদের মতো ভাতার সুবিধা পাওয়ার দাবি তাঁদের দীর্ঘদিনের।

 

এ জাতীয় আরও খবর

বজ্রপাতের বিশেষ সতর্কতা, ঝুঁকিতে চট্টগ্রাম বিভাগ

১৬ বছরের দুঃশাসনের চিত্র থাকবে জুলাই স্মৃতি জাদুঘরে

জয় দিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের

নবীনগরে ১৪ ড্রাম মদসহ সরঞ্জাম উদ্ধার, আটক ১ জন

নবীনগরে নিখোঁজের দুদিন পর কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

চট্টগ্রাম বন্দরের বর্ধিত শুল্ক এক মাসের জন্য স্থগিত : নৌ উপদেষ্টা

শিক্ষার্থীদের সততার চর্চা করতে হবে : অর্থ উপদেষ্টা

ফের বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী শবনম ফারিয়া

ইউরোপজুড়ে শত শত ফ্লাইট বাতিল

বাংলাদেশের আর্থিক খাতে স্বচ্ছতা আনতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ৮ পরামর্শ

অদৃশ্য শক্তি দৃশ্যমান হয়ে উঠছে: তারেক রহমান

ভিসা নিয়ে বাংলাদেশিদের দুঃসংবাদ দিল আরব আমিরাত