সনদ টেবিলে রেখে রাজপথে সাত দল
আসাদুর রহমান
রাষ্ট্র সংস্কারে ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাব বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলো মধ্যে এখনও ঐকমত্যে পৌঁছাতে পারেনি। এ নিয়ে বিশেষজ্ঞদের মতামতসহ নিয়মিতই আলোচনা চলছে। এমন পরিস্থিতিতে ‘জুলাই সনদ’ এখনও আলোচনার টেবিলে। অন্যদিকে সনদ বাস্তবায়ন ও নিজেদের প্রস্তাব প্রাধান্য দিতে জামায়াতসহ ৭টি রাজনৈতিক দল রাজপথে কর্মসূচি পালন করছে। ফলে জুলাই সনদ নিয়ে আলোচনার টেবিলের মতভিন্নতা রাজনৈতিক অঙ্গনেও স্পষ্ট হচ্ছে। যদিও রাজনৈতিক কর্মসূচি রাজপথে মোকাবিলার কথা বলেছে বিএনপি।
এদিকে জুলাই সনদ নিয়ে সরকারকে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো এখনও সংস্কার, ঘোষণা আর সনদ নিয়ে বাহাস জারি রেখেছে। অন্তর্বর্তী সরকারের সম্মানজনক প্রস্থানের জন্য নির্বাচন যেমন জরুরি, তেমনি ন্যূনতম কিছু বিষয়ে তাদের মধ্যে ঐকমত্যও কম জরুরি নয়। সবাই সব বিষয়ে একমত হবেন- সেটি আশা করা যায় না। জাতীয় ঐকমত্যের মানে যদি হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা, তার জন্য হাজার বছর অপেক্ষা করা সম্ভব নয়। সরকারের উচিত কিছু কিছু সিদ্ধান্ত দিয়ে দেওয়া।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের র্সবশেষ বৈঠক হয় গত বুধবার। তৃতীয় দফার অনানুষ্ঠানিক সেই বৈঠকেও সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে ঐকমত্য হয়নি। সমঝোতার লক্ষ্যে কমিশনের পক্ষ থেকে আলোচনা অব্যাহত রাখার কথা জানানো হয়েছে। এর মধ্যেই জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) রাজপথে কর্মসূচি পালন করছে। দলগুলোর কেউ ৫ দফা, কেউ ৬ দফা, কেউ ৭ দফা কর্মসূচি ঘোষণা করলেও সবার মূল দাবি প্রায় একই। মূল দাবিগুলোর মধ্যে রয়েছে- জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং তার ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান, জাতীয় সংসদের উভয় কক্ষে (কেউ কেউ উচ্চকক্ষে) সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি চালু করা। এসব বিষয় নিয়েই ঐকমত্য কমিশনের আলোচনা চলমান।
জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা অব্যাহত থাকা অবস্থায় ওই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবিতে রাজনৈতিক কর্মসূচি ঘোষণাকে স্ববিরোধিতা মনে করছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি কী হবে, তা এখনও ঠিক হয়নি। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা অব্যাহত আছে। এ অবস্থায় রাস্তায় কর্মসূচি দেওয়া অনেকটা স্ববিরোধিতা। তিনি বলেন, জাতীয় সংসদের নিম্নকক্ষে পিআর পদ্ধতির বিষয়টি কখনও ঐকমত্য কমিশনে আলোচনার বিষয়বস্তু ছিল না। আমরা পিআর পদ্ধতির বিপক্ষে। এখন কোনো দল তাদের রাজনৈতিক কৌশল হিসেবে এটি নিয়ে কর্মসূচি দিতে চাইলে দিতে পারে।
সালাহউদ্দিন আহমেদ বলেন, এই আন্দোলন কাদের বিরুদ্ধে, সেটা দেখতে হবে। এটা কী অন্তর্বর্তী সরকার, ঐকমত্য কমিশন, নাকি বিএনপির বিরুদ্ধে? এটি নির্বাচন বাধাগ্রস্ত করার কোনো কৌশল কি না, সেটাও দেখতে হবে। যারা কর্মসূচি ঘোষণা করেছে, তাদের কর্মসূচি করার অধিকার আছে। তবে তারা যদি রাজনৈতিক কৌশল নিয়ে কর্মসূচি দেয়, তার জবাব বিএনপি মাঠের বক্তৃতার মাধ্যমেই দেবে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, দীর্ঘদিন ধরে টেবিলে সমাধান না পেয়ে আমরা রাজপথে এসেছি। আমাদের আন্দোলন কারও বিরুদ্ধে নয়, জনগণের পক্ষে করছি। আমরা সংস্কারের আইনি ভিত্তি চাই এবং এই সরকারের আমলে বাস্তবায়ন চাই; তার ভিত্তিতে নির্বাচন চাই। এই দাবিগুলোতেই আমরা এক হয়েছি। এ ছাড়া পিআরসহ আরও বিষয় আছে। সামনে আরও অনেক দল এখানে আসবে।
এদিকে নির্বাচনে পিআর পদ্ধতি ও সংসদ নির্বাচনের আগে সনদ বাস্তবায়নের দাবি জানালেও এ নিয়ে এখনই রাজপথে কর্মসূচি দিচ্ছে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জামায়াতের যুগপৎ আন্দোলনের সঙ্গে এনসিপি নাই। কারণ জামায়াত নিম্নকক্ষে পিআর পদ্ধতি চায়। আমরা এর বিরুদ্ধে অবস্থান নিয়েছি।
ঐকমত্য কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়িয়ে আগামী ১৫ অক্টোবর করা হয়েছে। এরই মধ্যে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো যাবে বলে আশাবাদী ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেন, আমরা ঐকমত্যে পৌঁছাতে পারব। কিছু কিছু বিষয়ে ঐকমত্য না হলেও নির্বাচনের বিষয়ে সিদ্ধান্তে আসতেই হবে এবং নির্বাচন হতেই হবে। একটি সুষ্ঠু নির্বাচন হবে। তার মাধ্যমে একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।
জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়ন প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মতভিন্নতার মধ্যে গত ১৭ সেপ্টেম্বর বিশেষজ্ঞদের নতুন পরামর্শ প্রস্তাব উপস্থাপন করেছে ঐকমত্য কমিশন। এতে বলা হয়েছে, মৌলিক সংস্কার প্রস্তাবগুলো নিয়ে অন্তর্বর্তী সরকার একটি ‘সংবিধান আদেশ’ জারি করতে পারে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এরপর আদেশটি নিয়ে জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট করা যেতে পারে। তবে এটি নিয়েও দলগুলোর মধ্যে ঐকমত্য হয়নি।