রবিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

মসজিদে তালা, সড়কে নামাজ আদায় করলেন মুসল্লিরা

news-image

লালমনিরহাট প্রতিনিধি : দুই কমিটির দ্বন্দ্বে মসজিদে তালাবদ্ধ থাকায় সড়কে পবিত্র জুমার নামাজ আদায় করেছেন একপক্ষের মুসল্লিরা। এ ঘটনায় এলাকার মুসল্লিদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। শুধু তাই নয়, এ নিয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানা গেছে।

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামের শঠিবাড়ী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শঠিবাড়ী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে প্রায় অর্ধশত বছর ধরে শুধু ৫ ওয়াক্ত নামাজ আদায় করে আসছিল মুসল্লিরা। পরবর্তীতে মুসল্লির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রায় এক বছর ধরে ওই মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজসহ শুক্রবারের জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা। কিন্তু বেশ কিছুদিন ধরে পার্শ্ববর্তী উত্তর গোবধা বাইতুন নূর জামে মসজিদ কমিটি ও মুসল্লিরা ওই শঠিবাড়ী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায়ে বাধা দেয়।

তাদের দাবি, দুটি মসজিদ থাকলেও জুমার নামাজ হবে শুধু বাইতুন নূর জামে মসজিদে। নতুন করে কোনো মসজিদে জুমার নামা পড়া যাবে না।

একপর্যায়ে গত ১২ সেপ্টেম্বর, শুক্রবার জুমার নামাযের আগে বাইতুন নূর জামে মসজিদের মুসল্লিরা এসে শঠিবাড়ী বাজার কেন্দ্রীয় মসজিদে জোর করে তালা ঝুলিয়ে দেয়। এতে বাধা দিলে তাদের হামলায় দুই মুসল্লি আহত হয়েছেন বলে জানা গেছে।

 

এর আগে, মসজিদে তালা ঝোলানোর ঘটনায় উত্তর গোবধা গ্রামের আব্দুল করিমের ছেলে নকিবুল ইসলাম, তার ছেলে জসিম মিয়া, জিয়াউদ্দিন এবং জাহিদসহ ১৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ৭-৮ জন অজ্ঞাত ব্যক্তির নামে আদিতমারী থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে। এ ছাড়া লালমনিরহাট জেলা প্রশাসক বরাবর দায়ের করা হয়েছে লিখিত অভিযোগ।

পরবর্তীতে এ ঘটনায় স্থানীয় সেনাক্যাম্প কমান্ডার বরাবর অভিযোগ দাখিল করলে গত ১৪ সেপ্টেম্বর উভয়পক্ষের মধ্যে মীমাংসার মাধ্যমে স্থানীয় ইউপি সদস্য গোলাম রব্বানীকে তালা খুলে দেওয়ার দায়িত্ব প্রদান করা হয়। কিন্তু তিনি মসজিদের তালা খুলেননি।

বিষয়টি নিশ্চিত করে আদিতমারী থানার ওসি আলী আকবর বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

এ জাতীয় আরও খবর

বজ্রপাতের বিশেষ সতর্কতা, ঝুঁকিতে চট্টগ্রাম বিভাগ

১৬ বছরের দুঃশাসনের চিত্র থাকবে জুলাই স্মৃতি জাদুঘরে

জয় দিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের

নবীনগরে ১৪ ড্রাম মদসহ সরঞ্জাম উদ্ধার, আটক ১ জন

নবীনগরে নিখোঁজের দুদিন পর কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

চট্টগ্রাম বন্দরের বর্ধিত শুল্ক এক মাসের জন্য স্থগিত : নৌ উপদেষ্টা

শিক্ষার্থীদের সততার চর্চা করতে হবে : অর্থ উপদেষ্টা

ফের বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী শবনম ফারিয়া

ইউরোপজুড়ে শত শত ফ্লাইট বাতিল

বাংলাদেশের আর্থিক খাতে স্বচ্ছতা আনতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ৮ পরামর্শ

অদৃশ্য শক্তি দৃশ্যমান হয়ে উঠছে: তারেক রহমান

ভিসা নিয়ে বাংলাদেশিদের দুঃসংবাদ দিল আরব আমিরাত