আজ ব্যাটম্যান ডে, পালিত হচ্ছে বিভিন্ন দেশে
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের অন্যতম জনপ্রিয় সুপারহিরো ব্যাটম্যান।ডিসি কমিক্সের এই চরিত্র আজ কমিকসের পাতার গণ্ডি ছাড়িয়ে পরিণত হয়েছে পপ কালচার আইকনে। সেপ্টেম্বরের তৃতীয় শনিবার পালন করা হয় ব্যাটম্যান দিবস। সে হিসেবে আজ ২০ সেপ্টেম্বরকে বিশ্ব ব্যাটম্যান দিবস ঘোষণা করেছে চরিত্রটির স্বত্ত্বাধিকারী ডিসি কমিকস।
ব্যাটম্যানের ইতিহাস শুরু হয় ১৯৩৯ সালের ডিটেকটিভ কমিক্স ২৭ নম্বর সংখ্যায় । শিল্পী বব কেন ও লেখক বিল ফিঙ্গার এই কাল্পনিক সুপারহিরো চরিত্রটি তৈরি করেন। ছোটবেলায় বাবা-মায়ের হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর ব্রুস ওয়েন বড় হয়ে ব্যাটম্যান হিসেবে আত্মপ্রকাশ করে এবং গথাম সিটিকে অপরাধমুক্ত করার শপথ নেয়। প্রথমদিকে একজন অপরাধী হিসেবে দেখানো হয়। তবে এটি ছিল ক্রাইম ফাইটিং চরিত্র। ধীরে ধীরে চরিত্রটি পাঠকের কাছে আরও আকর্ষণীয় হয়ে ওঠে এবং বিভিন্ন কমিকস, টেলিভিশন সিরিজ ও চলচ্চিত্রে তার জনপ্রিয়তা বৃদ্ধি পায়।
কমিকসের পাতা থেকে বেরিয়ে ব্যাটম্যানকে নিয়ে তৈরি হয়েছে অ্যানিমেটেড সিরিজ, টিভি সিরিজ, ভিডিও গেম ও সিনেমা। ব্যাটম্যানের গল্পে জোকার, ক্যাটওম্যান এবং টু-ফেসের মতো বিখ্যাত খলনায়কদের সংযোজন করা হয়, সেগুলোও বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়। প্রথম বড় পর্দায় এই চরিত্রে অভিনয় করেন মাইকেল কিটন। এরপর ভল কিলমার, জর্জ ক্লুনি, ক্রিশ্চিয়ান বেল, বেন অ্যাফ্লেক ও রবার্ট প্যাটিনসনের মতো তারকারা এই চরিত্রে অভিনয় করেন।
৯০ দশকে ব্যাটম্যান অ্যানিমেটেড সিরিজ তুমুল জনপ্রিয়তা লাভ করে। সেখানে ব্যাটম্যান/ব্রুস ওয়েনে কণ্ঠ দেন কেভিন কনরয়। জোকার চরিত্রে কণ্ঠ দেন মার্ক হ্যামিল। দুজনের এই যুগলবন্দী ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। পরে ব্যাটম্যানের অ্যানিমেটেড মুভি ও ভিডিও গেমেও কণ্ঠ দেন তারা।
যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনে এই দিবসটি পালন করছে।