রবিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

ফ্যাসিবাদ বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই: পরওয়ার

news-image

রংপুর প্রতিনিধি : ফ্যাসিবাদী শাসন চিরতরে বন্ধের লক্ষ্যে পিআর পদ্ধতির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আজ শুক্রবার দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জামায়াতে ইসলামী রংপুর মহানগরী ও জেলা শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন,‘স্বৈরাচার ও ফ্যাসিবাদী শাসন চিরতরে বন্ধ করতে হলে এবং জাতীয় সংসদে সকল দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হলে আগামী নির্বাচন আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়া ছাড়া বিকল্প নেই। বাংলাদেশের জনগণ আর স্বৈরাচারী শক্তির ফ্যাসিবাদী শাসন দেখতে চায় না। জুলাই জাতীয় সনদে উল্লেখিত রূপরেখার ভিত্তিতেই আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে, ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।’

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে হতে হবে, যাতে প্রতিটি দলের প্রাপ্ত ভোট অনুযায়ী সংসদে সকল দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। পাশাপাশি ফ্যাসিবাদি হয়ে উঠার সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘এই দেশের প্রতিটি নাগরিক চায় একটি নিরপেক্ষ নির্বাচন, যেখানে সকল দল সমান সুযোগ পাবে, সে লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার অবশ্যই করতে হবে এর কোনো বিকল্প নেই। পাশাপাশি স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা সরকারের সকল জুলুম-নির্যাতন, গুম-খুন,গণহত্যা, লুটপাটসহ সব ধরনের দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে। সেইসঙ্গে স্বৈরাচারী শক্তির দোসর জাতীয় পার্টি সহ ১৪ দলের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। এ দাবিগুলো এখন দেশের জনগণের প্রানের দাবিতে পরিণত হয়েছে। তাই কালবিলম্ব না করে অতিদ্রুত জনগণের দাবি বাস্তবায়ন করতে হবে।’

বিক্ষোভ সমাবেশে রংপুর মহানগরী সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল ও রংপুর জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হকের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর – ৩ আসনের এমপি প্রার্থী অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। এ সময় রংপুর মহানগরী আমির ও রংপুর -৪ আসনের এমপি প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন রংপুর জেলা আমির ও রংপুর ৫ আসনের এমপি প্রার্থী অধ্যাপক গোলাম রাব্বানী।

সমাবেশে বক্তারা অবিলম্বে ৫ দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে দেশের ছাত্র-জনতার প্রত্যাশা পূরনে সরকারের কাছে জোর দাবি জানান এবং দাবি পূরণের এ আন্দোলনকে আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাবলিক লাইব্রেরি মাঠের সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে নগরীর শাপলা চত্বরে গিয়ে শেষ হয়।

 

এ জাতীয় আরও খবর

বজ্রপাতের বিশেষ সতর্কতা, ঝুঁকিতে চট্টগ্রাম বিভাগ

১৬ বছরের দুঃশাসনের চিত্র থাকবে জুলাই স্মৃতি জাদুঘরে

জয় দিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের

নবীনগরে ১৪ ড্রাম মদসহ সরঞ্জাম উদ্ধার, আটক ১ জন

নবীনগরে নিখোঁজের দুদিন পর কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

চট্টগ্রাম বন্দরের বর্ধিত শুল্ক এক মাসের জন্য স্থগিত : নৌ উপদেষ্টা

শিক্ষার্থীদের সততার চর্চা করতে হবে : অর্থ উপদেষ্টা

ফের বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী শবনম ফারিয়া

ইউরোপজুড়ে শত শত ফ্লাইট বাতিল

বাংলাদেশের আর্থিক খাতে স্বচ্ছতা আনতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ৮ পরামর্শ

অদৃশ্য শক্তি দৃশ্যমান হয়ে উঠছে: তারেক রহমান

ভিসা নিয়ে বাংলাদেশিদের দুঃসংবাদ দিল আরব আমিরাত