পূবালী ব্যাংকে হাসিনার গোপন লকার জব্দ
অনলাইন ডেস্ক :পূবালী ব্যাংকের মতিঝিল শাখায় থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি গোপন লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। আজ বুধবার বেলা ১১টার পর পরই লকারটি জব্দ করা হয়।
সিআইসির মহাপরিচালক আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের সেনা কল্যাণ ভবনে অবস্থিত একটি লকারের সন্ধান পাওয়া গেছে (লকার নং-১২৮)। সিআইসির একটি টিম লকারটি জব্দ করেছে।
আহসান হাবীব আরও বলেন, লকারের দুটি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
এর আগে গতকাল মঙ্গলবার সারাদেশের ব্যাংকগুলোকে এ ব্যাপারে তথ্য চেয়ে চিঠি পাঠায় সিআইসি।
জানা গেছে, ক্ষমতায় থাকা অবস্থায় দুবার নিজে উপস্থিত হয়ে মতিঝিলের পূবালী ব্যাংক শাখার ওই লকার খোলেন শেখ হাসিনা। কিন্তু ৫ আগস্টের পর পূবালী ব্যাংককে লকারের বিষয়ে সিআইসি চিঠি দিলেও কোনো তথ্য দেয়নি ব্যাংকটি।
এনবিআর সূত্রে জানা গেছে, লকারে স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে। তবে এখনই বলা যাবে না। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই লকার জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে লকার খোলা হবে।