বুধবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনের আগে দেশে অস্থিরতা সৃষ্টির শঙ্কা

news-image

তাওহীদুল ইসলাম
অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে বলে উপদেষ্টা পরিষদের এক বৈঠকে প্রকাশ। আরও উল্লেখ করা হয়েছে, একটি অপশক্তি নির্বাচন নিয়ে সংশয় তৈরি করতে ভূমিকা রাখছে। বিশেষ করে নিষিদ্ধ সংগঠন ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনগুলো এ ব্যাপারে তৎপর হয়ে উঠেছে। তারা দেশের বিভিন্ন স্থানে গুপ্ত হামলা করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করবে। এ জন্য গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৩তম বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।

বৈঠক সূত্র জানায়, বৈঠকে নির্বাচন উপলক্ষে সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশের মহাপরিদর্শক, বাংলাদেশ কোস্টগার্ড, বিজিবি, আনসার ও ভিডিপি এবং গোয়েন্দা সংস্থার প্রধানরা সভাকে এ ব্যাপারে অবহিত করেন। পুলিশ সংস্কার কমিশনের সার্বিক প্রস্তুতি, জুলাই শহীদদের মামলার রেকর্ড, তদন্ত ও অগ্রগতি, সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি নিয়ে আলোচনা হয়। এ ছাড়া গুরুত্ব দেওয়া হয় ফৌজদারি মামলার তদারকি নিয়ে কমিটি গঠনের বিষয়টি। সহিংসতা সৃষ্টিকারী, চুরি, ছিনতাই, দখলবাজি, সংঘবদ্ধ দুষ্কৃতকারীদের কর্মকা- রোধ এবং অস্থিরতা সৃষ্টিকারী উসকানিমূলক সাইবার প্রচারণার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

কর্মকর্তারা জানান, মব সৃষ্টির মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চলছে। অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন স্থানে মিছিল করার মধ্য দিয়ে উপস্থিতি জানান দিচ্ছে। এতে যে কোনো সময় নাশকতার আশঙ্কা রয়েছে। অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে সবাইকে সজাগ থাকার এবং এ ধরনের কর্মকা-ের আগাম তথ্য পাওয়া নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে।

বৈঠক সূত্র জানায়, শীর্ষ সন্ত্রাসীরা জামিনে বেরিয়ে আবার সন্ত্রাসী কর্মকা-ে লিপ্ত হচ্ছে। তাদের অপরাধমূলক কর্মকা-, চাঁদাবাজি কিংবা হত্যাকা-ের ব্যাপারে সর্বোচ্চ সজাগ থাকতে বলা হয়েছে। নির্বাচনের আগে অস্ত্র জমা রাখা ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান বাড়ানো এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির অপতৎপরতা নিয়ে আলোচনা হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পের শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতিতে সতর্ক থাকতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্ত ও পার্বত্যাঞ্চল পরিস্থিতি, নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের বিরুদ্ধে আইনগত ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি মাদকের অপব্যবহার রোধে ব্যবস্থা গ্রহণ নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে।

বৈঠকের পর স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জাতীয় নির্বাচনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে মেলানো ঠিক হবে না। ডাকসু নির্বাচনে যারা প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার তারা উচ্চ শিক্ষিত। জাতীয় পর্যায়ে কিন্তু এ রকম হবে না। অনেক বছর পর একটা নির্বাচন হচ্ছে, অবশ্যই এটা একটা মডেল। আমরা আশা করব, নির্বাচনটা যেন ভালোভাবে হয়।

তিনি বলেন, আমরা জাতীয় নির্বাচনে আমাদের প্রস্তুতি ও প্রশিক্ষণ নিয়ে আলোচনা করেছি। কীভাবে প্রস্তুতি নেব আর আমরা যে প্রশিক্ষণ গাইডলাইন করেছি, সেটা যেন সবাই মেনে চলে। পুলিশসহ অন্যান্য বাহিনী তাদের প্রশিক্ষণ শুরু করে দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও যে অবস্থায় আছে, তাতে জাতীয় নির্বাচন করতে সমস্যা হবে বলে মনে হয় না।

মিয়ানমার সীমান্তে চোরাচালান রোধ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আরাকান আর্মি বাংলাদেশ সীমান্তবর্তী তাদের পুরা এলাকা দখল করে রেখেছে। তাদের প্রধান আয় মাদকের ওপর। এখন কিছুটা কনভার্ট হয়েছে কৃষির ওপর। মিয়ানমার সীমান্তে প্রচুর পরিমাণ ইয়াবা ধরা পড়ছে বলে উপদেষ্টা উল্লেখ করেন।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

কাঠমান্ডুতে বিক্ষোভের পর সেনা মোতায়েন, শহরে কারফিউ

স্ত্রীর চিকিৎসায় সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

সারাদেশের কোথাও মিছিল না করার নির্দেশ শিবির সভাপতির

কাতারে ইসরাইলি হামলা নিয়ে তারেক রহমানের বিবৃতি

পূবালী ব্যাংকে হাসিনার গোপন লকার জব্দ

সুশাসন ও কার্যকর নীতি সংস্কার ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়

মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, ২ যুবকের মৃত্যু

জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ করল ইসি

সমস্যা নেপালে, পশ্চিমবঙ্গে বসে পাহারা মমতার!

৪৯তম বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা

ডাকসু নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন বাগছাসের

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় দায়িত্ব পালনে ১২০ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ