কলমাকান্দায় পাওনা টাকা নিয়ে বিরোধে চা দোকানিকে হত্যা
কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে পুলিনুস দারিং (৪০) নামের এক চা দোকানিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) রাতে নিহতের স্ত্রী অলিভিয়া চিসিম বাদী হয়ে কলমাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত খেলন রেমার ছেলে আইয়ুব মারাককে একমাত্র আসামি করা হয়েছে।
এর আগে, মঙ্গলবার দুপুরে উপজেলার খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর বল মাঠ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত পুলিনুস দারিং খারনৈ ইউনিয়নের খানৈই গ্রামের বাসিন্দা এবং বল মাঠ এলাকায় একটি চায়ের দোকান চালাতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আইয়ুব মারাক প্রায় সময় চায়ের দোকান থেকে বাকিতে চা খেয়ে টাকা না দিয়ে চলে যেতেন। ঘটনার দিন দুপুরে পুনরায় বাকিতে চা চাইলে পুলিনুস দারিং তা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে দু’জনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আইয়ুব মারাক বাড়ি গিয়ে ছুরি নিয়ে এসে পুলিনুস দারিংকে উপর্যুপরি আঘাত করেন।
আহত অবস্থায় স্থানীয়রা পুলিনুসকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই স্থানীয়রা আইয়ুব মারাককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, “ঘটনার সঙ্গে জড়িত আইয়ুব মারাককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নিহতের স্ত্রীর দায়েরকৃত মামলাটি গ্রহণ করা হয়েছে। বুধবার দুপুরে তাকে নেত্রকোনা আদালতে পাঠানো হবে।”










