শুক্রবার, ৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

২১ রোহিঙ্গাকে পুশইন করল বিএসএফ

news-image

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ২১ রোহিঙ্গাকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের মধ্যে ১১ জন শিশু, ৫ জন নারী ও ৫ জন পুরুষ।

গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাত ১টার দিকে নাকুগাঁও স্থলবন্দর এলাকার ৩ নম্বর সীমান্ত গেইট দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করা হয়। আজ শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা।

তিনি বলেন, ‘পুশইন করার পর আটক ব্যক্তিদের এখনো থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি। তবে প্রাথমিকভাবে জানা গেছে পুশইন করা ব্যক্তিরা সবাই মিয়ানমারের নাগরিক। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হাতিপাগার বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) ক্যাম্পের আওতাধীন নাকুগাঁও স্থলবন্দরের সীমান্ত এলাকার ১১১৬ নম্বর মেইন পিলার দিয়ে এসব রোহিঙ্গাকে পুশইন করে ভারতের কিল্লাপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা। পরে বিজিবির টহলদল তাদের আটক করে স্থানীয় এক বিদ্যালয়ে আটক করে রাখে।

আটককৃতরা হলেন- সাব্বির (৪০), শামসুল আলম (৪৩), রোমানা বেগম (২৪), ত্বোহা (৯), নূর তাজোল (৪), রিয়াজ (৪), আরমান (১), রবি খানম (২৪), হাসিনা বেগম (২২), শাহিনা আক্তার (৩), শুকতারা (৪ মাস), সেতারা বেগম (৩৫), বোরহান (৮), হাতেমা বেগম (৪০), নুরুল আবসার (১৭), জিন্নাত আরা (১৫), নুরুল ইসলাম (১৩), সিরাজ (১১), আজিজুল ওসমান (৯), আয়েশা বিবি (৬) ও একজন বাক প্রতিবন্ধী।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, আটক ব্যক্তিরা ছয়টি পরিবারের সদস্য এবং তারা মায়ানমারের নাগরিক। তারা ২০১৭ সালে কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতের জম্মু-কাশ্মীরে যায়। পরে সেখানে শ্রমিক হিসেবে হোটেলে ও বাসাবাড়িতে কাজ করতে শুরু করে। ভারতীয় পুলিশের অভিযানে মাসখানেক আগে অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।তারা নিজেদের বাংলাদেশের কক্সবাজারের উখিয়া ক্যাম্পের শরণার্থী এবং মায়ানমারের নাগরিক হিসেবে পরিচয় দেয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, পুশইন হওয়া আটককৃতদের নাকুগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে। প্রাথমিকভাবে তারা মিয়ানমারের নাগরিক বলে জানা গেছে। তাদের বিষয়ে আরো যাচাই-বাছাই এবং পরবর্তী কার্যক্রমের প্রক্রিয়া চলছে।

এর আগে, ১১ জুলাই একইভাবে নালিতাবাড়ী উপজেলার পানিহাতা সীমান্ত দিয়ে শিশুসহ ১০ নারী-পুরুষকে পুশইন করে বিএসএফ।

 

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
২৫ জুলাই ২০২৫, ০৪:৪০ পিএম
Image not found

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ২১ রোহিঙ্গাকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের মধ্যে ১১ জন শিশু, ৫ জন নারী ও ৫ জন পুরুষ।

গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাত ১টার দিকে নাকুগাঁও স্থলবন্দর এলাকার ৩ নম্বর সীমান্ত গেইট দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করা হয়। আজ শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা।

তিনি বলেন, ‘পুশইন করার পর আটক ব্যক্তিদের এখনো থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি। তবে প্রাথমিকভাবে জানা গেছে পুশইন করা ব্যক্তিরা সবাই মিয়ানমারের নাগরিক। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হাতিপাগার বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) ক্যাম্পের আওতাধীন নাকুগাঁও স্থলবন্দরের সীমান্ত এলাকার ১১১৬ নম্বর মেইন পিলার দিয়ে এসব রোহিঙ্গাকে পুশইন করে ভারতের কিল্লাপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা। পরে বিজিবির টহলদল তাদের আটক করে স্থানীয় এক বিদ্যালয়ে আটক করে রাখে।

আটককৃতরা হলেন- সাব্বির (৪০), শামসুল আলম (৪৩), রোমানা বেগম (২৪), ত্বোহা (৯), নূর তাজোল (৪), রিয়াজ (৪), আরমান (১), রবি খানম (২৪), হাসিনা বেগম (২২), শাহিনা আক্তার (৩), শুকতারা (৪ মাস), সেতারা বেগম (৩৫), বোরহান (৮), হাতেমা বেগম (৪০), নুরুল আবসার (১৭), জিন্নাত আরা (১৫), নুরুল ইসলাম (১৩), সিরাজ (১১), আজিজুল ওসমান (৯), আয়েশা বিবি (৬) ও একজন বাক প্রতিবন্ধী।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, আটক ব্যক্তিরা ছয়টি পরিবারের সদস্য এবং তারা মায়ানমারের নাগরিক। তারা ২০১৭ সালে কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতের জম্মু-কাশ্মীরে যায়। পরে সেখানে শ্রমিক হিসেবে হোটেলে ও বাসাবাড়িতে কাজ করতে শুরু করে। ভারতীয় পুলিশের অভিযানে মাসখানেক আগে অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।তারা নিজেদের বাংলাদেশের কক্সবাজারের উখিয়া ক্যাম্পের শরণার্থী এবং মায়ানমারের নাগরিক হিসেবে পরিচয় দেয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, পুশইন হওয়া আটককৃতদের নাকুগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে। প্রাথমিকভাবে তারা মিয়ানমারের নাগরিক বলে জানা গেছে। তাদের বিষয়ে আরো যাচাই-বাছাই এবং পরবর্তী কার্যক্রমের প্রক্রিয়া চলছে।

এর আগে, ১১ জুলাই একইভাবে নালিতাবাড়ী উপজেলার পানিহাতা সীমান্ত দিয়ে শিশুসহ ১০ নারী-পুরুষকে পুশইন করে বিএসএফ।

এ জাতীয় আরও খবর

ঘানার পলাতক সাবেক অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার

রেমিট্যান্স দ্রুত নগদায়নের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

মোস্তাফিজ ইস্যুতে ক্রীড়া উপদেষ্টার সিদ্ধান্তের সাথে একমত পররাষ্ট্র মন্ত্রণালয়

হত্যা মামলায় কারাগারে গোপালগঞ্জের মুকসুদপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান শিমুল

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশের খসড়া তৈরি হচ্ছে: আসিফ নজরুল

২৯৫টি ওষুধ ‘অত্যাবশ্যকীয়’ তালিকায়, দাম নির্ধারণ করবে সরকার

পর্যটকবাহী জাহাজ আটলান্টিক ক্রুজে অগ্নিকাণ্ড, নিহত ১

রাজধানীতে গ্যাস সরবরাহ কম কেন, জানাল তিতাস

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

দেশে অস্থিতিশীল পরিস্থিতির অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল

জিয়াউল আহসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান

হাসনাতের আসনে নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল