জনগণের স্বার্থবিরোধী বিষয়ে কোনো ছাড় নয়: তারেক রহমান
পটুয়াখালী প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকার অনেকগুলো সংস্কার উদ্যোগ নিয়েছে, বিভিন্ন বিষয়ের রিফর্ম করেছে কিন্তু এই সংস্কারের প্রস্তাব আমরা দেশের মানুষের কাছে দুই বছর আগেই দিয়েছি। কিছু কিছু জিনিসের সঙ্গে আমরা একমত না, তারপরও আমরা ছাড় দিয়েছি, মেনে নিয়েছি নির্বাচনের প্রক্রিয়ার দিকে যাতে আগায় এবং সকল দল আসে। কিন্তু ছাড় দেওয়ার অর্থ এই নয় যে অন্য ব্যাপারে ছাড় দিব। জনগণের স্বার্থবিরোধী বিষয়ে কোনো ছাড় নয়।
বুধবার (২ জুলাই) বিকেলে পটুয়াখালীর জিমনেশিয়ামর মধ্যে জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, দেশের ভোটারের অধিকাংশ বিএনপির পক্ষে, সেই কারণে একটি বড় দল হিসেবে বিএনপি অনেক ছাড় দিয়েছে। আমাদের নীতি-আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য জনগণের সামনে তুলে ধরব। এছাড়া স্বৈরাচারকে বিতারিত করতে বিএনপির পাশাপাশি আরও অনেকের অবদান রয়েছে। এ কারণে ছোট ছোট রাজনৈতিক দলের সঙ্গে বসতে হবে, আলোচনা করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত ১৫ বছরে আমাদের ৭০০ নেতাকর্মী নিহত হয়েছেন, হাজার হাজার নেতাকর্মী আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে তারেক রহমান বলেন, এখানে ১৫০০ ভোটারের এমন কেউ নেই যে তার বিরুদ্ধে মিথ্যা মামলা নেই। তাই এই গণতন্ত্র প্রতিষ্ঠা করার দায়িত্ব আমার আপনার সকলের।
নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে দেশের এবং মানুষের প্রতি আমাদের দায়িত্ব বেশি। আপনাদের কাছে মানুষের প্রত্যাশা আছে, সেই প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে চলতে হবে। জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখুন। জনগণের সমর্থন আপনার পক্ষে রাখুন।
তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, মানুষের প্রত্যাশা অনুযায়ী বিগত ফ্যাসিস্ট সরকার কাজ করেনি তাই তারা পালিয়ে গিয়েছে। তাই মানুষের প্রত্যাশা রাখতে হবে। আপনাদের কাছে আহ্বান আমরা এমন কোনো কাজ করব না যেই কাজের কারণে মানুষ আমাদের প্রতি বিরক্ত হবে।
সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। এসময় বিশেষ অতিথি আলতাফ হোসেন চৌধুরীসহ কেন্দ্রীয় বিএনপির ডজনখানেক নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে সম্মেলনের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর শুরু হয়েছে দ্বিতীয় অধিবেশন ভোটগ্রহণ। এতে সভাপতি পদে দুইজন স্নেহাংশু সরকার কুট্টি ও মাকসুদ আহমেদ বায়েজীদ পান্না মিয়া এবং সাধারণ সম্পাদক পদে মজিবুর রহমান টোটন, বশির আহমেদ মৃধা, মনিরুল ইসলাম লিটন ও তৌফিক আলী খান কবির, সাইদুর রহমান তালুকদার, দেলোয়ার হোসেন খান নান্নু। জেলার ১৫০০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে নতুন নেতৃত্ব নির্বাচিত করবেন।