বিমানবন্দরে সতর্কতা জোরদারের নির্দেশ
মুহম্মদ আকবর
কোভিড ১৯-এর সাব-ভেরিয়েন্টের সংক্রমণ ক্রমশ বাড়ছে। প্রতিনিয়ত পরীক্ষার মাধ্যমে শনাক্ত হচ্ছে নতুন আক্রান্ত। বিশেষজ্ঞরা বলছেন, এই ভেরিয়েন্ট সাধারণ রোগীর বেলায় এতটা ঝুঁকিপূর্ণ নয়, তবে জটিল রোগে আক্রান্তদের ক্ষেত্রে কঠিন হতে পারে। এজন্য সংক্রমণের হার যত কমিয়ে আনা যায় ততটাই ভালো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কোভিডে আক্রান্ত এবং যারা আক্রান্ত নন তাদের উভয়ের উদ্দেশ্যে ইতোমধ্যে স্বাস্থ্য অধিদপ্তর জনসমাগমে মাস্ক ব্যবহার এবং হাত ধোয়া, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, শারীরিক দূরত্ব বজায় রাখাসহ ১১ দফা নির্দেশনা দিয়েছে। যদিও এসব নির্দেশনা সেভাবে আমলে নিচ্ছে না কেউ। সরকারের পক্ষ থেকেও সেভাবে মনিটরিং করা হচ্ছে না বলে অভিযোগ আছে। ফলে ক্রমশ এই সংক্রমণ বাড়ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৮৭ জন। মৃত্যু হয়েছে ৫ জনের। গত ১৬ জুন দেওয়া তথ্য অনুযায়ী দেশে নতুন শনাক্ত ২৫ জন। মৃত্যু হয়েছে ১ জনের। বিশেষজ্ঞরা বলছেন, সতর্ক হওয়ার দরকার আছে, তবে ভয়ের কিছু নেই। এ অবস্থায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
সম্প্রতি বেবিচকের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, যাত্রী চলাচল বাড়ায় বিমানবন্দরে কঠোর স্বাস্থ্য নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিমানবন্দরে আগত প্রতিটি যাত্রীকে থার্মাল স্ক্যানিং সিস্টেমের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। সন্দেহজনক উপসর্গযুক্ত যাত্রীদের তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য বিভাগে রিপোর্ট করতে বলা হয়েছে, যাতে তারা প্রয়োজন অনুযায়ী আইসোলেশন, চিকিৎসা মূল্যায়ন ও হাসপাতালে রেফার করার ব্যবস্থা নিতে পারেন।
বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্যকর্মীদের জন্য পর্যাপ্ত মাস্ক, গ্লাভস এবং ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম মজুদ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। একই সঙ্গে উপসর্গযুক্ত স্টাফদের বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং স্থানীয় জনস্বাস্থ্য নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।
ভ্রমণকারী যাত্রী এবং গ্রাউন্ড স্টাফদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দর ব্যবস্থাপনা ও অন্যান্য সহযোগী অপারেটরদের সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়েছে। স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সহায়তার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। যোগাযোগের নম্বর : +৮৮০১৭৯৯৪৩০০৩৩।
অন্যদিকে করোনা মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়েছে- জনসমাগম যথাসম্ভব এড়িয়ে চলতে হবে এবং উপস্থিত হতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। শ্বাসতন্ত্রের রোগ থেকে নিজেকে রক্ষার জন্য মাস্ক ব্যবহার করতে। হাঁচি বা কাশির সময় বাহু বা টিস্যু দিয়ে নাক-মুখ ঢেকে রাখতে হবে। ব্যবহৃত টিস্যু অবিলম্বে ঢাকনাযুক্ত ময়লা ফেলার ঝুড়িতে ফেলতে হবে। ঘন ঘন সাবান ও পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে (অন্তত ২০ সেকেন্ড)। অপরিষ্কার হাত চোখ, নাক ও মুখে লাগান যাবে না। আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলতে হবে এবং কমপক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রাখতে হবে।
সন্দেহজনক রোগীদের ক্ষেত্রে পরামর্শ দেওয়া হয়েছে- জ্বর, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হলে সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতে থাকতে হবে। রোগীর নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করতে হবে। সেবাদানকারীদেরও সতর্কতা হিসেবে মাস্ক ব্যবহার করতে হবে। প্রয়োজন হলে কাছের হাসপাতালে অথবা আইইডিসিআর (০১৪০১১৯৬২৯৩) অথবা স্বাস্থ্য বাতায়নের (১৬২৬৩) নম্বরে যোগাযোগ করতে হবে।
এমন পরিস্থিতিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান সাংবাদিকদের বলেছেন, রোগীর চাপ ও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দেখা যাচ্ছে, করোনা এখনও নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। পাশাপাশি ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার ইতোমধ্যেই বিশেষ টিম গঠন করেছে এবং গাইডলাইন হালনাগাদের কাজ চলছে।
ডা. সায়েদুর রহমান বলেন, বর্তমানে আমরা তিনটি পৃথক পদ্ধতিতে করোনার নমুনা পরীক্ষা করছি। চিকিৎসার জন্য ডেডিকেটেড হাসপাতাল এবং ইউনিট স্থাপন করেছি। রোগ নির্ণয় ও চিকিৎসা ব্যবস্থাপনায় আমাদের প্রস্তুতি পর্যাপ্ত।