বুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

টিক মার্ক দিয়ে কি রাজনীতি হয়: মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : টিক মার্ক দিয়ে কি রাজনীতি হয় অন্তর্বর্তী সরকারের কাছে এমন প্রশ্ন রেখেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘সংস্কার কমিশনগুলো তারা যেভাবে জানতে চেয়েছে এটা অনেকটা স্কুলের টিক মার্ক দিয়ে, টিক মার্ক দিয়ে কি রাজনীতি হয় নাকি। এটা অসম্ভব ব্যাপার। আমরা বলেছি, পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। আবার বলেছি যে, একবছর বাদ দিয়ে আরেকবার হতে পারবেন। অর্থাৎ থ্রি টাইস। আমরা তো বলিনি যে, তারপরেও হতে পারবেন।’

মঙ্গলবার (১০ জুন) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এ প্রশ্ন রাখেন।

গুলশান কার্যালয়ে রাজনীতি, নির্বাচন, লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠক, নির্বাচনের শরিকদের সঙ্গে আসন সমঝোতা, অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড, সংস্কার কমিশনসহ নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের খোলামেলা জবাব দেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা বলছি যে, দুইটা হাউজ দরকার। ইটস এ মেজর রিফর্ম। আমরা বহু আগে থেকে বলেছি যে, কেয়ারটেকার গভর্নমেন্ট দরকার হবে। তখন তো সব উড়িয়ে দিয়েছে ড্যাম ইস্যু, অমুক ইস্যু, তমুক ইস্যু। এমনকি বিদেশিরা আমাকে নিজে বলেছে যে, গুড় টক অ্যাবাউট দিস ইস্যু। এটা প্রমাণ হয়েছে বাংলাদেশে যে, কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া বাংলাদেশে আপাতত একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা একেবারেই কম।’

‘নতুন দিগন্তের উন্মোচন হতে পারে’
প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকের মধ্যে দিয়ে ডিসেম্বরে নির্বাচন হবে কিনা এমন প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, ‘আমি খুবই ইতিবাচক মানুষ এবং আমি সবসময়ে পজেটিভ দিকটাই দেখতে চাই। আমি মনে করি এই একটা সুযোগ সৃষ্টি হয়েছে অনেক সুযোগ তৈরি হতে পারে। এবং সেই সুযোগগুলো তৈরি করার সুযোগ এসেছে আমাদের এই দুই নেতার। দিস ইজ এ প্রোপার টাইম, প্রোপার ভেন্যু, প্রচার প্লেস যেটাতে নতুন একটা দিগন্তের উন্মোচন হতে পারে।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একটা বিশেষ মুহূর্তে এসে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছেন, আমরাই তাদেরকে দায়িত্ব দিয়েছি। কিন্তু রাজনৈতিক দিক থেকে তাদের অভিজ্ঞতা যথেষ্ট নয়। তারা নিজ নিজ ক্ষেত্রে সবাই অত্যন্ত অভিজ্ঞ মানুষ। উইজডোম সব আছে কিন্তু পলিটিক্যাল উইজডোম যে পুরোপুরি আছে সেটা বলা যাবে না।’

বিএনপি মহাসচিব বলেন, ‘তাদের আন্তরিক ভাবে কাজ করছেন। দৃষ্টিভঙ্গি বিভিন্ন হতে পারে। তবে এখানে একটা চাপ আছে। বিশেষ করে, এখানে নতুন নতুন রাজনৈতিক চিন্তাভাবনার সৃষ্টি হচ্ছে। চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করে একটা জায়গায় নিয়ে আসা এটাও কিন্তু বড় একটা চ্যালেঞ্জিং জব। আমি মনে করি দুই নেতার মিটিংয়ের মধ্য দিয়ে একটা বড় সমাধান হয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। একেবারে মুহূর্তের মধ্যে বাংলাদেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই।’

মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্র উত্তরণের এ সময়ে সবারই দায়িত্বশীল হওয়া উচিত। প্রত্যেকটা কথা আমাদের সাবধানে বলা উচিত। প্রত্যেকটি কথা এমনভাবে আমরা বলব, যে কথাগুলো এই যে একটা চ্যালেঞ্জ মোকাবিলা করার যে যাত্রা এটা যেন বিঘ্নিত না হয়, ক্ষতিগ্রস্ত না হয়। জাতীয় ঐক্য এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন আমরা আন্দোলন করেছি, তখনও বলেছি জাতীয় ঐক্যের কথা। এখনো আমরা বলছি যে, জাতীয় ঐক্য হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন আমাদের সামনে দিকে এগিয়ে যাওয়ার।’

‘এপ্রিলে নির্বাচন: বিএনপির অবস্থান কী হবে’
মির্জা ফখরুল বলেন, ‘এই ব্যাপারে আমরা পার্টিগতভাবে কোনো সিদ্ধান্ত নেইনি। আমরা আশা করছি যে, সরকার বাস্তবতার প্রেক্ষিতেই তারা বিবেচনা করবেন। এ সময়টা (এপ্রিল) তো ঠিক না। আমি প্রথম দিন বলেছি, টাইম ইজ নট গুড ফর ইলেকশন। ফেব্রুয়ারি-মার্চ মাসে রোজা। এর কয়েকদিন পরে নির্বাচন। রমজানের এই সময়ে প্রার্থীদের কী অবস্থা হবে? কর্মীদের কী অবস্থা হবে? আমি নিজেই এখন চিন্তিত যে প্রত্যেকদিন আমাকে ইফতার পার্টি করতে হবে। প্রার্থীদের ব্যয় দ্বিগুণ হয়ে যাবে।

তিনি আরও বলেন, ‘শুধু তাই নয়, ওই সময়ে প্রচণ্ড গরম থাকবে আবহাওয়া, ঝড়-বৃষ্টি আছে। নির্বাচনী কালচার জনসভা করতে হয়, সেই জনসভায় লোকজন আনাটাই মুশকিল হবে। রোদের মধ্যে কে আসবে? রাত্রিবেলা মিটিং করতে হবে।’

তিনি বলেন, তারপরেও আমি মনে করি, নির্বাচন বেশি প্রয়োজন। অনেকে আবার আমাকে ভুল বুঝবেন, সংস্কার চাই না, নির্বাচন চাই- এই যে একটা আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা অপপ্রচার। এর কোনো যুক্তি নাই। আমরা তো বহু আগেই ভিশন-২০৩০ এবং ৩১ দফা দিয়ে সংস্কারের কথা বলেছি।’

‘শরিকদের সমঝোতায় আসন ছাড়বে বিএনপি’
শরিকদেরকে কিছু কিছু আসন বিএনপি ছেড়ে দেবে এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘এটা সংসদীয় রাজনীতিতে খুবই স্বাভাবিক। আমরা আগে থেকে কমিটেড যে, আমরা নির্বাচনের পর একটা জাতীয় সরকার করব।’

জামায়াতে ইসলামী এবং এনসিপিকে সমঝোতায় আসন দেওয়া হবে রাজনৈতিক অঙ্গনে এরকম আলোচনার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘সেক্রেটারি জেনারেল হিসেবে এগুলো ব্যাপারে আমার কোনো ধারণা নাই। রাজনীতিতে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে শেষ কথা বলতে কিছু নাই। চরম বিরোধী দল তার সঙ্গেও অ্যালায়েন্স হয়ে যায়।’

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা হতে পারে কিনা মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ তো নাই, ওরা তো নাই। জাতীয় পার্টির বিষয়ে কী অবস্থান আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘’আপনারা যে পার্টিগুলোর কথা বলছেন সেগুলোর সঙ্গে সবচেয়ে বড় বিরোধ বিএনপির। আওয়ামী লীগের সবচেয়ে অত্যাচার-নির্যাতন-নিপীড়ন, ফ্যাসিবাদের সবচেয়ে বড় ভুক্তভোগী বিএনপি। একই ভাবে জাতীয় পার্টির কাছেও আমরা ৯ বছর (এইচএম এরশাদের শাসনামলে) নির্যাতিত-নিপীড়িত হয়েছি। আমার পার্টি বিশ্বাস করে যে, গণতন্ত্রকে গণতন্ত্রের মতো চলতে দেওয়া উচিত।’

শিগগিরই দেশে ফিরবেন তারেক
ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবে ফিরবেন জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘তারেক রহমান নিশ্চয়ই দেশে ফিরবেন, অবশ্যই দেশে ফিরবেন। তবে দিনক্ষণ কোনো কিছুই বলেননি।’

খালেদা জিয়া কেমন আছেন এমন প্রশ্নের উত্তরের তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ উনি আগের চেয়ে শারীরিক দিক থেকে বেশ ভালো আছেন। ডাক্তাররা বলেছেন, সি ইজ মাচ বেটার।’

নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি
যেকোনো সময়েই নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত রয়েছে বলে দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা তো বলেছি, আপনি যদি ইলেকশন কালকে করতে পারেন, আমরা কালকেই রেডি। বিএনপি অলওয়েজ রেডি ফর ইলেকশন। আমাদের পরিষ্কার কথা, আমরা কোনো বিপ্লবী দল নই, আমরা নির্বাচন করেই জনগণের ভোটের মাধ্যমে আমরা ক্ষমতায় যেতে চাই। যখন সবাই চাইবে একমত হবে তখন নির্বাচন হবে, অসুবিধা নাই।’