সৃজিতের জীবনে নতুন নারী!
বিনোদন ডেস্ক : ভালো যাচ্ছে না জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সংসার জীবন! স্বামী কলকাতার স্বনামধন্য নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে দাম্পত্য জীবন টিকে আছে কি না, তা নিয়েও আছে বিস্তর গুঞ্জন। আর তাদের ঘিরে দর্শকের কৌতূহলেরও শেষ নেই। ইদানীং প্রায়ই খবরের শিরোনাম হচ্ছেন সৃজিত, তাও আবার প্রেমের গুঞ্জনে।
এক সময় খবর রটে, সৃজিত-মিথিলার বিবাহবিচ্ছেদ হয়ে গেছে! যদিও সে বিষয়ে দু’জনের কেউই প্রকাশ্যে মুখ খোলেননি, বরং গুজব বলে উড়িয়ে দেন। সম্প্রতি ফের শিরোনামে এলেন নির্মাতা। একটি ফিল্মি পার্টিতে অভিনেত্রী আলেকজান্দ্রা টেলরের সঙ্গে তার ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও এখন ঘুরে বেড়াচ্ছে নেটপাড়ায়। তারপর থেকেই শুরু হয় ফিসফাস- তবে কি সৃজিতের জীবনে আবার বসন্ত?
এই জল্পনা একেবারে নস্যাৎ করেছেন পরিচালক স্বয়ং। ভারতের আনন্দবাজার ডট কম’কে সৃজিত স্পষ্ট ভাষায় বলেন, ‘প্রেম নয়, আলেকজান্দ্রা আমার খুব ভালো বন্ধু। ও অসম্ভব শিক্ষিত। আমাদের দু’জনেরই সাপ খুব পছন্দ। একটা পেট শপে কাজও করেছে ও আগে।’
তবে কী নতুন কোনো সিনেমায় আলেকজান্দ্রাকে ভাবছেন সৃজিত? উত্তরে তিনি বলেন, ‘অনেক কিছু নিয়েই আলোচনা চলছে আমাদের মধ্যে। তবে ওর জন্য নির্দিষ্ট করে কোনো চরিত্র এখনও ভাবিনি।’